প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার প্রতিটি ইউনিয়নে ২৪ ঘণ্টা অক্সিজেন সেবা দিচ্ছে 'সরাইল অক্সিজেন ব্যাংক'। ফোনে কল এলেই দিন-রাত উপেক্ষা করে অক্সিজেন সিলিন্ডার নিয়ে সরাইল অক্সিজেন ব্যাংকের একদল তরুণ ছুটে যান নির্দিষ্ট গন্তব্যে। করোনা রোগী ছাড়াও অন্য রোগে আক্রান্ত সংকটাপন্ন ব্যক্তি কিংবা স্বজনরা ফোন দিলেই বাসায় অক্সিজেন সিলিন্ডার ও পাল্স অক্সিমিটার নিয়ে হাজির হন তারা। সম্পূর্ণ বিনা মূল্যে এ সেবা দেওয়া হচ্ছে।
উপজেলার নয়টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্পূর্ণ বিনা মূল্যে সরাইল অক্সিজেন ব্যাংকের স্বেচ্ছাসেবীরা অক্সিজেন সেবা দিচ্ছেন। যাদের অবস্থা বেশি খারাপ, তাঁদের হাসপাতালে ভর্তি করাতে সহযোগিতা করছেন তারা। করোনার এই সময়ে সংগঠনটি সরাইলে অসুস্থ রোগীদের অন্যতম ভরসাস্থলে পরিণত হয়েছে।
স্বেচ্ছাসেবক কামাল উদ্দিন সজল বলেন, ‘আমাদের আরও অক্সিজেন সিলিন্ডার প্রয়োজন। সিলিন্ডারের সঙ্গে ক্যানোলা, ফ্লো মিটার, মাস্ক, অক্সিমিটার, পিপিই খুবই জরুরি। সমাজের বিত্তবান ব্যক্তিরা পাশে দাঁড়ালে আমাদের এই কাজ আরও এগিয়ে যাবে।’
সরকার দলীয় সংরক্ষিত মহিলা আসনের (৩১২) এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ) বলেন, ‘মানুষ মানুষের জন্য এই ব্রত নিয়ে সরাইলের কিছু যুবক করোনা রোগীসহ মুমূর্ষু রোগীকে অক্সিজেন সহায়তা দিয়ে আসছে। অত্যন্ত মহৎ একটি কাজ করছে তাঁরা। আমি তাঁদের পাশে আছি সব সময় ইনশায়াল্লাহ।’
সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নোমান মিয়া বলেন, ‘সরাইল অক্সিজেন ব্যাংকের স্বেচ্ছাসেবীদের আমার প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। করোনার দুঃসময়ে তাঁরা মানবতার সেবায় এগিয়ে এসেছেন।’