ফরিদপুরের নগরকান্দায় তালাবদ্ধ ঘরের মেঝেতে পড়ে থাকা হাসিনা বেগম (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী সপরিবারে পলাতক রয়েছেন। গৃহবধূর পরিবারের দাবি তাঁকে হত্যা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার চরযশোরদী ইউনিয়নের বাস্তপট্টি গ্রামে এ ঘটনা ঘটে। হাসিনা বেগম ওই গ্রামের ফরহাদ মোল্যার (৩৫) স্ত্রী ও ভাঙ্গা উপজেলা মানিকদী-খারদী গ্রামের মোসলেম শেখের মেয়ে।
প্রতিবেশীরা জানান, আজ সকালে ফরহাদের বাড়িতে তালা দেওয়া দেখেন। এতে সন্দেহ হয় প্রতিবেশীদের। তাঁরা বেড়ার ফাঁক দিয়ে দেখেন হাসিনার মরদেহ মেঝেতে পড়ে আছে। তবে তার স্বামী-সন্তান, শ্বশুর বাড়ির লোকজন কেউ ঘরে নেই। পরে ঘটনাটি পুলিশকে জানান।
নিহত হাসিনার বাবা মোসলেম শেখ অভিযোগ করে বলেন, ‘১৫ বছর আগে আমার মেয়ে হাসিনাকে ফরহাদের সঙ্গে বিয়ে দিই। বিয়ের পর থেকে প্রায়ই ফরহাদ ও তাঁর পরিবার আমার মেয়েকে নানাভাবে নির্যাতন করত। ফরহার ও তাঁর পরিবার মিলে আমার মেয়েকে হত্যা করে লাশ ঘরের মেঝেতে রেখে পালিয়ে গেছে। আমরা এ ঘটনায় মামলা করব। এর বিচার চাই।’
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পেলে মৃত্যু প্রকৃত কারণ জানা যাবে।