Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ঝুট ব্যবসা নিয়ে আশুলিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

সাভার(ঢাকা) প্রতিনিধি

ঝুট ব্যবসা নিয়ে আশুলিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১
সাভারে সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসার দখল ও নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এ সময় একজন গুলিবিদ্ধসহ দুজন আহত হন।

আজ রোববার বিকেলে আশুলিয়ার জামগড়া চৌরাস্তাসংলগ্ন জামগড়া-বাগবাড়ী আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন কাপ্তান নামের এক যুবক। তিনি জামগড়া এলাকায় ভাড়া বাড়িতে থেকে একটি দোকানের বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। এ সময় আবু জাফর নামের এক ব্যক্তি মাথায় ইটের আঘাতে আহত হন।  

স্থানীয়রা জানান, বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড কারখানা থেকে ঝুটের মালবোঝাই ট্রাক বের হয়।

এ সময় ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। দফায় দফায় সংঘর্ষ ও গুলির শব্দ শোনা যায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিক জানান, সংঘর্ষ ও গুলির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা যায়, স্থানীয় বকুল ভূঁইয়া ও শরীফ চৌধুরীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত তা শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

ডিএমপির সাবেক উপকমিশনার তানভীর ইমন সাময়িক বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে গেল বসতঘরে, প্রাণ গেল ঘুমন্ত নারীর

ভবিষ্যৎ স্থপতিদের অনুপ্রাণিত করতে ‘কেএসআরএম অ্যাওয়ার্ড’

বাবার ঠিকাদারি লাইসেন্স, ক্ষমাপ্রার্থী উপদেষ্টা আসিফ মাহমুদ

আওয়ামী লীগের ‘ঝটিকা মিছিল’ ঠেকাতে গ্রেপ্তার ১১

রানা প্লাজা ধসের এক যুগ: নিহত শ্রমিকদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা

নতুন প্রকল্প গ্রহণে দাতা সংস্থার পরামর্শের অন্ধ অনুসরণ নয়: টিআইবি

আদালতে কান্না তুরিনের, ক্ষোভ প্রকাশ শাজাহানের

বুয়েটে প্রথমবারের মতোরিনিউয়েবল এনার্জি ফেস্ট

ভুয়া চিকিৎসা সনদে পেশাদার লাইসেন্স