হোম > সারা দেশ > ঢাকা

ঢাকার প্রধান প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলবে না: ডিএমপি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ঢাকার প্রধান প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলবে না বলে ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)। আজ রোববার দুপুরে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) বিপ্লব কুমার সরকার এই ঘোষণা দেন। 

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার বলেন, ‘প্রধানমন্ত্রী ব্যাটারিচালিত রিকশার বিষয়ে একটি গাইডলাইন দিয়েছেন। সেটা নিয়ে কেউ কেউ বিভ্রান্তি করার চেষ্টা করছে। আমরা তাঁদের পরিস্কার জানিয়ে দিতে চাই, ব্যাটারিচালিত অটোরিকশা আগের মতোই চলবে, তবে আগের মতোই এলাকার ছোট রাস্তায়। কোনোভাবেই রাজধানীর প্রধান প্রধান সড়ক, এলিভেটেড এক্সপ্রেস, ফ্লাইওভার ও ওভারপাসে উঠতে দেওয়া হবে না। যদি কেউ এই নির্দেশনা অমাণ্য করে তাহলে ট্রাফিক আইন অনুযায়ী যা যা ব্যবস্থা গ্রহণ করা যায়, তাই করা হবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার শ্রমজীবী মানুষের কথা মাথায় রেখে তাঁদের ব্যাটারিচালিত রিকশা চালানোর একটি নির্দেশনা দিয়েছে। তবে তাদের সারাদিনের পরিশ্রমের সেই আয়ে যদি কেউ ভাগ বসায়, চাঁদাবাজি করে তাহলে তিনি যেই হন, তাঁর পরিচয় যাই হোক না কেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য