নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকুকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে রাজধানীর গুলশান থেকে তাঁকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।
গুলশান থানার একটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহমেদ।
ওসি জানান, নাট্যনির্মাতা ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ–সভাপতি রাফাত মজুমদার রিংকুকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে গুলশান এলাকা থেকে গুলশান থানার একটি হত্যা মামলায় (মামলা নম্বর ১০) তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে। গত ১২ সেপ্টেম্বর মামলাটি করা হয়েছে।