Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর লালবাগ সেকশন বটতলা এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে সিরাজ (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

মৃতের শ্বশুর মো. ইকবাল হোসেন জানান, তাঁদের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার চরপাতা গ্রামে। সিরাজের বাবার নাস বাচ্চু হাওলাদার। বর্তমানে থাকত কামরাঙ্গীরচরে। এবং রড মিস্ত্রির কাজ করত সে। 

ইকবাল হোসেন আরও জানান, জানতে পেরেছি, লালবাগ সেকশনে দশতলা ভবনে কাজ করার সময় ৬ তলা থেকে ৪ তলায় পরে যায়। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মারা যায়। 

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদির বলেন, আজ শুক্রবার বিকেলে বটতলা এলাকার একটি নির্মাণাধীন ৬ তলা ভবনের ছাদে কাজ করছিল সিরাজ। সেখান থেকে ৪ চার তলায় পড়ে গুরুতর আহত হয়। পরে সহকর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।

ভূমি অধিগ্রহণে দুর্নীতি, ২৩ জনের নামে মামলা

সেলিম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী মাকসুদ চেয়ারম্যান গ্রেপ্তার

ভাড়া দিয়ে জায়গা বরাদ্দ নিতে গাবতলী বেড়িবাঁধের ব্যবসায়ীদের ৭ দিন সময়

শ্রীপুরে চলন্ত ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

গুলশানে বাসায় তল্লাশির নামে তছনছের ঘটনায় মামলা, বাবা–ছেলেসহ গ্রেপ্তার ৩

সিদ্ধিরগঞ্জে বিদেশি রিভলবারসহ যুবক গ্রেপ্তার

কারাগারে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি: শাজাহান খান

২৫৭ কোটি টাকা লেনদেন: সাবেক মন্ত্রী গাজী ও তাঁর স্ত্রীর নামে মামলার অনুমোদন

হরিরামপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

যে কোনো সময় ফাঁসির আদেশ আসতে পারে, অবাক হব না: সোলায়মান সেলিম