হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, যুবক গ্রেপ্তার

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

গ্রেপ্তার ইস্রাফিল। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় উত্তরখানের একটি স্কুলে পড়ুয়া অষ্টম শ্রেণির ছাত্রী (১৪) ও ইস্রাফিল উদ্দিন ভূঁইয়ার (১৯)। পরিচয়ের একপর্যায়ে ইস্রাফিল ওই কিশোরীকে কু-প্রস্তাব দেন। কিন্তু রাজি না হওয়া তাঁকে অপহরণ করে ধর্ষণ করে ইস্রাফিল। এ ঘটনায় অভিযুক্ত ইস্রাফিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উত্তরখান থানা-পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, উত্তরখানের মুন্ডা এলাকা থেকে গত ১৬ এপ্রিল ওই কিশোরীকে অপহরণ করা হয়। পরে গত শনিবার ভুক্তভোগী ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে উত্তরার আবদুল্লাহপুরে রেখে পালিয়ে যায় ইস্রাফিল।

খবর পেয়ে ভুক্তভোগীর বাবা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় পরদিন গতকাল রোববার রাতে তার বাবা বাদী হয়ে অপহরণ করে ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন। মামলার পর দক্ষিণখানের চালাবন ভাই ভাই মার্কেটের জনৈক অ্যাডভোকেট শাহ আলমের ভাড়া বাসা থেকে সেদিন গভীর রাতে ইস্রাফিলকে গ্রেপ্তার করে পুলিশ। ইস্রাফিল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কাশিমপুর গ্রামের মহসিন উদ্দিন ভূঁইয়ার ছেলে।

ভুক্তভোগী ছাত্রীর বাবা আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মেয়ের সঙ্গে ইস্রাফিলের ফেসবুকে পরিচয়। পরে ওই ছেলে আমার মেয়েকে কু-প্রস্তাব দেয়। কিন্তু মেয়ে রাজি না হওয়ায় গত ১৬ এপ্রিল স্কুলে যাওয়ার সময় একটি সিএনজিতে করে অপহরণ করে। এরপর আমরা কোথাও খোঁজাখুঁজি করে মেয়েকে পাইনি। পরে গত শনিবার একটি অজ্ঞাত নম্বর থেকে আমার মেয়ে ফোন করে বলে—“আমি অসুস্থ অবস্থায় আবদুল্লাহপুরে আছি। আমাকে নিয়ে যাও। ” তারপর তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।’

এই বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১৬ এপ্রিল ১৪ বছর বয়সী এক ছাত্রীকে অপহরণ করে ৪ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে ভুক্তভোগীর বাবা থানায় একটি মামলা করেন। মামলার পর ওই রাতেই অভিযান চালিয়ে আসামি ইস্রাফিলকে দক্ষিণখানের ভাই ভাই মার্কেট এলাকার একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি বলেন, ‘ইস্রাফিল ভুক্তভোগী ওই ছাত্রীকে কু-প্রস্তাব দিয়েছিল। পরে সে রাজি না হওয়া তাকে অপহরণ করে ভাড়া বাসায় নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে ভুক্তভোগীর বাবা মামলার অভিযোগে উল্লেখ করেছেন। বর্তমানে ওই ভুক্তভোগী ছাত্রী ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭