টাঙ্গাইলের মির্জাপুরে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে গেছে। গতকাল বুধবার রাতে তরফপুর ইউনিয়নের পাথরঘাটা বাজারে এ ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।
তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ রেজা জানান, স্থানীয় বাসিন্দারা রাত সাড়ে ১২টার দিকে একটি দোকানে আগুন দেখতে পান। পরে তাঁরা তা নেভানোর চেষ্টা করেন। কিন্তু অল্প সময়ের মধ্যে আগুন বাজারের সিকদার ও চেয়ারম্যান মার্কেটে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মির্জাপুর ও পাশের সখীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, তিনটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।
আজ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম আরিফুল ইসলাম। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা ও ঢেউটিন বরাদ্দ দেওয়ার কথা জানান। এ ছাড়া আগুন কীভাবে লেগেছে তা খুঁজে বের করতে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন।