Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

মাদারীপুরে আগুনে পুড়ল ১৯ দোকান

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে আগুনে পুড়ল ১৯ দোকান
আগুনে পুড়ছে দোকান। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরে প্রধান বাণিজ্যিক কেন্দ্র পুরান বাজারে আগুন লেগে ১৯টি দোকান পুড়ে গেছে। আজ শুক্রবার ভোরে এই আগুনের ঘটনা ঘটেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।

ফায়ার সার্ভিস ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে, শহরের পুরান বাজারে শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে সৌরভ হার্ডওয়্যারের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাদারীপুর, কালকিনি ও টেকেরহাট ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই কাপড়, গার্মেন্টস, কসমেটিকস, সেনেটারিসহ ১৯টি দোকান পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

বিসমিল্লাহ কসমেটিকসের মালিক মো. স্বপন বলেন, ‘আমার দোকানে বিভিন্ন ধরনের কসমেটিকস ও চায়না ব্যাগ ছিল। সব পুড়ে গেছে। এতে আমার ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি।’

চায়না ব্যাগ হাউজের মালিক মো. জুয়েল মোল্লা বলেন, ‘আমার সব পুড়ে গেছে। এতে আমার ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

সুমন ভ্যারাইটিসের মালিক সুমন মুন্সি বলেন, ‘আমার দোকানের কসমেটিকসসহ সব মালামাল পুড়ে গেছে। আমার ১৫-২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে করে আমিসহ পুরো পরিবার পথে বসে গেছি।’

নাম না প্রকাশে কয়েকজন ব্যবসায়ী বলেন, ‘এটা জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র। কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। এখানে বড় মসজিদে একটা পুকুর ছিল। তাও কয়েক বছর আগে ভরাট করা হয়েছে। সেটা ভরাট করার সময় আমরা বণিক সমিতিকে জানিয়েছিলাম। তারা কোনো গুরুত্ব দেয়নি। আজ পুকুরটি থাকলে এত ক্ষতি হতো না।’

মাদারীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, বাণিজ্যিক এলাকা পুরানবাজার পানি সরবরাহ করতে দেরি হওয়ার আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। পুকুর-ডোবা ভরাট হওয়াই এর অন্যতম কারণ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ঘুষের অভিযোগে দুদকের ফাঁদ অভিযান, ডিএসসিসির ওয়ার্ড সচিব গ্রেপ্তার

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

রূপনগরে অবৈধভাবে নির্মিত ৮টি গেট গুঁড়িয়ে দিয়েছে ডিএনসিসি

শ্বশুরকে জামাতার ফোন: আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান

শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, জবি রেজিস্ট্রারকে পদত্যাগে আলটিমেটাম

ডিএমপির সাবেক উপকমিশনার তানভীর ইমন সাময়িক বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে গেল বসতঘরে, প্রাণ গেল ঘুমন্ত নারীর

ভবিষ্যৎ স্থপতিদের অনুপ্রাণিত করতে ‘কেএসআরএম অ্যাওয়ার্ড’

বাবার ঠিকাদারি লাইসেন্স, ক্ষমাপ্রার্থী উপদেষ্টা আসিফ মাহমুদ

আওয়ামী লীগের ‘ঝটিকা মিছিল’ ঠেকাতে গ্রেপ্তার ১১