হোম > সারা দেশ > ঢাকা

গাড়িতে সেনাবাহিনীর স্টিকার লাগিয়ে প্রতারণা

রাজধানীর ডেমরায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের স্টিকার লাগিয়ে ‘জরুরি খাদ্য সরবরাহের কাজে নিয়োজিত’ লেখা একটি ট্রাকসহ মো. নজরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ রোববার সকালে স্টাফ কোয়ার্টার চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। পরে ডেমরা থানায় সোপর্দ করেন ডেমরা ট্রাফিক জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মুসা কলিমুল্লাহ।

তার অভিযোগ, ওই চালক দীর্ঘদিন ধরে ট্রাকটিতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের স্টিকার প্রদর্শন করে ট্রাফিক পুলিশ ও সাধারণ মানুষদের সঙ্গে প্রতারণা করে আসছিল। নজরুল কিশোরগঞ্জের সদর থানার চর পিতলগঞ্জ গ্রামের আব্দুল জব্বারের ছেলে। বর্তমানে সে ঢাকার তেজগাঁও বাসস্ট্যান্ড এলাকায় থাকেন।

টিআই মুসা কলিমুল্লাহ আরও বলেন, আজ রোববার সকালে ডেমরার স্টাফ কোয়ার্টারগামী ওই ট্রাকটির গতিরোধ করি। এ সময় ট্রাকের আয়নায় সেনাবাহিনীর জরুরি খাদ্য সরবরাহ কাজে নিয়োজিত স্টিকার (ফোন নম্বর সহ) দেখতে পেয়ে তার কাছে ট্রাকের কাগজপত্র দেখতে চাই। তখন আচরণ দেখে সন্দেহ হলে চালক নজরুলকে আটক করি। পরে দেখতে পাই স্টিকারের বিপরীত পাশে বাংলাদেশ পুলিশ বাহিনীর লোগো ব্যবহার করছে নজরুল। আর ট্রাকের কাগজ ও সেনাবাহিনীর অনুমতি পত্র চাইলে সে বলে কাগজ ক্যান্টনমেন্টে।

মুসা আরও বলেন, এ সময় ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আনোয়ার সাঈদ স্যারের নির্দেশে চালক নজরুলকে আটক করে ডেমরা থানায় ট্রাকসহ সোপর্দ করি।

এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, প্রতারক চালক ও ট্রাক থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য