হোম > সারা দেশ > ঢাকা

গাড়িতে সেনাবাহিনীর স্টিকার লাগিয়ে প্রতারণা

শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর ডেমরায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের স্টিকার লাগিয়ে ‘জরুরি খাদ্য সরবরাহের কাজে নিয়োজিত’ লেখা একটি ট্রাকসহ মো. নজরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ রোববার সকালে স্টাফ কোয়ার্টার চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। পরে ডেমরা থানায় সোপর্দ করেন ডেমরা ট্রাফিক জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মুসা কলিমুল্লাহ।

তার অভিযোগ, ওই চালক দীর্ঘদিন ধরে ট্রাকটিতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের স্টিকার প্রদর্শন করে ট্রাফিক পুলিশ ও সাধারণ মানুষদের সঙ্গে প্রতারণা করে আসছিল। নজরুল কিশোরগঞ্জের সদর থানার চর পিতলগঞ্জ গ্রামের আব্দুল জব্বারের ছেলে। বর্তমানে সে ঢাকার তেজগাঁও বাসস্ট্যান্ড এলাকায় থাকেন।

টিআই মুসা কলিমুল্লাহ আরও বলেন, আজ রোববার সকালে ডেমরার স্টাফ কোয়ার্টারগামী ওই ট্রাকটির গতিরোধ করি। এ সময় ট্রাকের আয়নায় সেনাবাহিনীর জরুরি খাদ্য সরবরাহ কাজে নিয়োজিত স্টিকার (ফোন নম্বর সহ) দেখতে পেয়ে তার কাছে ট্রাকের কাগজপত্র দেখতে চাই। তখন আচরণ দেখে সন্দেহ হলে চালক নজরুলকে আটক করি। পরে দেখতে পাই স্টিকারের বিপরীত পাশে বাংলাদেশ পুলিশ বাহিনীর লোগো ব্যবহার করছে নজরুল। আর ট্রাকের কাগজ ও সেনাবাহিনীর অনুমতি পত্র চাইলে সে বলে কাগজ ক্যান্টনমেন্টে।

মুসা আরও বলেন, এ সময় ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আনোয়ার সাঈদ স্যারের নির্দেশে চালক নজরুলকে আটক করে ডেমরা থানায় ট্রাকসহ সোপর্দ করি।

এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, প্রতারক চালক ও ট্রাক থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

সেকশন