হোম > সারা দেশ > ঢাকা

সমাবেশ হলে বইমেলা আয়োজন অসম্ভব: বাংলা একাডেমি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সমাবেশ ঘিরে জটিলতা তৈরি হয়েছে। বাংলা একাডেমি ও অমর একুশে বইমেলা ২০২৫ পরিচালনা কমিটি মনে করে, সমাবেশ হলে বইমেলা আয়োজন অসম্ভব হবে।

এ বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম একটি চিঠি দিয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ে।

আজ বৃহস্পতিবার স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, বাংলা একাডেমি অমর একুশে বইমেলা ২০২৫ আয়োজনের জন্য (গণপূর্ত অধিদপ্তর থেকে প্রাপ্ত চিঠি সংযুক্ত-১) সোহরাওয়ার্দী উদ্যান ১ জানুয়ারি থেকে ৩ মার্চ ২০২৫ পর্যন্ত বরাদ্দ পেয়েছে। বইমেলার প্রস্তুতি, বিশেষত স্টল নির্মাণের কাজ আংশিক সম্পন্ন হয়েছে।

এরই মধ্যে বিভিন্ন সূত্রে জানা গেছে, গণপূর্ত অধিদপ্তর একই সময়ে সোহরাওয়ার্দী উদ্যানে অন্যান্য সমাবেশ ও কার্যক্রম আয়োজনের জন্য অনুমতি প্রদান করেছে। এতে বইমেলা হুমকির মুখে পড়েছে। একই সময়ে অন্য কোনো সমাবেশ উদ্যানে হলে বইমেলা আয়োজন করা অসম্ভব।

বাংলা একাডেমি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে। চিঠিতে বলা হয়েছে, ‘এই পরিপ্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখে বইমেলার জন্য বরাদ্দকৃত স্থানে অন্য কোনো সভা সমাবেশের অনুমতি বাতিল করা প্রয়োজন। বিষয়টি বিশেষভাবে বিবেচনা করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।’

বলে রাখা ভালো, গত সোমবার সন্ধ্যায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কর্মীরা ১৭ জানুয়ারি সমাবেশ উপলক্ষে প্রস্তুতির জন্য বইমেলার শ্রমিকদের কাজ বন্ধ রাখতে অনুরোধ করে। এরপরেই জটিলতা শুরু হয়। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বলছে, ‘গণপূর্ত অধিদপ্তর থেকে তাদের কাছে অনুমতি আছে।’

বাংলা একাডেমি সূত্র জানিয়েছে, এই সময়ে সমাবেশ হলে বইমেলার প্রস্তুতিতে সমস্যা হবে। তারা গণপূর্ত অধিদপ্তরের সঙ্গে সভাও করেছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে বিষয়টি নিয়ে চিঠি দিয়েছেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

শুক্রবার সমাবেশ হবে কি না এ বিষয়ে ইসলাম আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহপ্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির বলেন, ‘সমাবেশ হবে। সকাল ৯টায় ছিল। সেটা পিছিয়ে জুমার পরে শুরু হবে।’

জাপানি কোম্পানির সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে বেবিচক

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ১৭ বছর পর কারামুক্ত

প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে কমিটি

জাবিতে ছাত্রদলের পরিচিতি সভায় পদ বঞ্চিতদের হট্টগোল–ভাঙচুর

কর না কমালে গ্রামের মানুষকে সুলভে ইন্টারনেট দেওয়া সম্ভব নয়: গোলটেবিল বৈঠকে বক্তারা

মুগ্ধকে পুলিশই গুলি করে হত্যা করেছে: ভাই স্নিগ্ধ

সাবেক এমপি ফাহমী, জিল্লুলসহ পরিবারের ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ছাত্রলীগের বেনজীর হোসেন নিশি রিমান্ড শেষে কারাগারে

রাজউক ৫ ও ৭ অঞ্চলের নকশা অনুমোদন নিয়ে জমির মালিকদের সঙ্গে সভা

প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান রইছ উদ্দিন

সেকশন