কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে বিএনপি নেতা এস এম ইমদাদুল হককে (৬০) পিটিয়ে হত্যার ঘটনায় তিন দিন পর থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী।
আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন।
নিহত এস এম ইমদাদুল হক আকলু মুক্তারপুরের রামচন্দ্রপুর এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
ওসি বলেন, ‘গত শুক্রবার মুক্তারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি এস এম ইমদাদুল হককে পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। যেহেতু লিখিত অভিযোগ পেয়েছি; এখন আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
নিহতের স্ত্রী বলেন, ‘আমার স্বামী কোনো অন্যায় কাজে জড়িত ছিল না। বাড়ি থেকে ভালো মানুষ বের হয়ে গেছে, কিন্তু ফিরল লাশ হয়ে। তিনি হৃদ্রোগের জটিলতায় ভুগছিলেন। তাঁর হৃদ্যন্ত্রে রিং পরানো ছিল। এমন অসুস্থ মানুষকে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ পিটিয়ে হত্যা করতে পারে না। আমি এর দৃশ্যমান বিচার চাই।’
উল্লেখ্য, গত শুক্রবার সকালে ইমদাদুল হক সকালে চা খাওয়ার উদ্দেশে নাসু মার্কেট এলাকায় যান। তিনি পৌঁছার সঙ্গে সঙ্গেই কয়েকজন দলবল নিয়ে এসে অতর্কিত হামলা করে। ওই হামলায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। হামলাকারীরা পালিয়ে গেলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এদিকে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন বলেন, ‘হত্যাকারী যত শক্তিশালী হোক, তাকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা সকল অন্যায়–অবিচারের বিপক্ষে আগে যেমন ছিলাম এখনো তেমনি আছি। এ হত্যার যথোপযুক্ত বিচার চাই।’