উত্তরা পূর্ব থানা থেকে সাবেক ওসি শাহ আলম পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা থানায় জড়ো হতে থাকেন। আজ বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাঁরা পলাতক ওসিকে গ্রেপ্তারের দাবিতে আলটিমেটাম দেন। ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করা না হলে থানা ঘেরাওয়ের ঘোষণা দেন তাঁরা।
আদনান মহিন আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তারের পর থানা থেকে সাবেক ওসি পালিয়ে যেতে পারেন, এটা আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি, এখানে পুলিশের গাফিলতি রয়েছে। পুলিশ ছেড়েও দিতে পারে।’
আদনান মহিন আরও বলেন, ‘আমরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওসি শাহ আলমকে গ্রেপ্তার দেখতে চাই। তা না হলে আমাদের নতুন কর্মসূচি দেওয়া হবে।’
অন্যদিকে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের আহ্বায়ক সালেহ মাহমুদ রায়হান আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি আসামি গ্রেপ্তার না হয়, তাহলে আমরা থানা ঘেরাও করব। সেই সঙ্গে আরও বড় কর্মসূচি দেব।’