ঢামেক প্রতিবেদক
রাজধানীর আগারগাঁওয়ের তালতলায় পূর্বশত্রুতার জেরে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। তাঁর নাম ফিরোজ আহমেদ (২৫)। তিনি সমাজসেবা অধিদপ্তরের হিসাব সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর ৫টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফিরোজের বাবার নাম টিপু সুলতান। চার ভাইয়ের মধ্যে সবার বড় ছিলেন ফিরোজ। সমাজসেবা অধিদপ্তরের আজিমপুর অফিসে হিসাব সহকারী হিসেবে কর্মরত ছিলেন তিনি।
নিহত ফিরোজের ছোট ভাই নুর আলম মিরাজ জানান, তাঁরা আগারগাঁওয়ের তালতলা পানির ট্যাংকির পাশে পিডব্লিউডির কোয়ার্টারে থাকেন। গত রাতে স্থানীয় ঈদগাহ মাঠে ব্যাডমিন্টন খেলতে যান ফিরোজ। রাত সাড়ে ৩টার দিকে সেখান থেকে বাসায় ফেরার সময় আগারগাঁও বিজ্ঞান জাদুঘরের বিপরীত পাশের রাস্তায় স্থানীয় তালহা, নাসির, রাজু, মুহিদ, নয়ন, লিমন, যথি, রানা, রাব্বি, আল-আমিন, ওবায়দুল, সোহাগসহ ২০-২৫ জন মিলে ফিরোজকে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। খবর পেয়ে তাঁকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
তিনি আরও বলেন, ‘যারা আমার ভাইকে ছুরিকাঘাত করেছে, তারা সবাই ছাত্রলীগ করে। তবে কী কারণে তারা আমার ভাইকে খুন করেছে তা এখনো পর্যন্ত বলতে পারছি না। আগে থেকেই তারা ফিরোজকে হত্যার জন্য টার্গেট করে রেখেছিল।’
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, ‘রাতে একটি হত্যাকাণ্ড হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য আমাদের টিম কাজ করছে। ঘটনাটি পূর্বশত্রুতার জের ধরে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’