হোম > সারা দেশ > ঢাকা

পাইলট নিয়োগে অনিয়ম: জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ জানতে চাইলেন হাইকোর্ট 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ বিমানের পাইলট নিয়োগে অনিয়মের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। ১৯ মার্চের মধ্যে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষে এই বিষয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই-সংক্রান্ত তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের পর আজ মঙ্গলবার বিচারপতি জে বিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এই আদেশ দেন। 

রিটকারী আইনজীবী তানভীর আহমেদ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে কার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা ১৯ মার্চের মধ্যে জানাতে বলা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চুক্তিভিত্তিক পাইলট নিয়োগে ওঠা অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি করে দিয়ে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান। 

বিমানের ১৪ জন পাইলট নিয়োগে অনিয়মের বিষয়ে গত বছরের মার্চে দ্য ডেইলি স্টারে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে প্রতিবেদনটি যুক্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ রিট করলে তদন্ত করতে কমিটি করে দেন হাইকোর্ট। 

২০২১ সালের ২৩ নভেম্বর দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে গত বছরের শুরুর দিকে এসব পাইলটকে নিয়োগ দেওয়া হয়। ওই নিয়োগ নিয়ে শুরু থেকেই দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ জানিয়ে আসছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলটদের সংগঠন–বাপা। তখন এ আপত্তি আমলে নেয়নি বিমান। এমনকি নিয়োগ পাওয়াদের প্রশিক্ষণও দেওয়া শুরু করা হয়।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন