হোম > সারা দেশ > ঢাকা

সরকারি জমিতে নির্মিত দোকানঘর উচ্ছেদ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের ডাসারে সরকারি খাস জমি থেকে দোকানঘর উচ্ছেদ অভিযান। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরের ডাসারে সরকারি খাস জমিতে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের নির্মাণ করা দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার দুপুরে বালিগ্রাম এলাকায় ভাঙ্গা ব্রিজ-সংলগ্ন সড়কের পাশ থেকে স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়কের পাশের সরকারি জমি দখল করে টিনের দোকানঘর নির্মাণ করা হয়। স্থানীয় জাফর তালুকদার, জমির তালুকদার, পলাশ মাতুব্বর, ফজলু তালুকদার, চান মিয়া মাতুব্বর, আফজাল তালুকদারসহ কয়েকজন প্রায় ১০টি দোকান নির্মাণ করেন। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফীনের নেতৃত্বে ও ডাসার থানার পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়। অভিযানে ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

স্থানীয় বাসিন্দা আবুল, কাওসার, মোসলেমসহ একাধিক ব্যক্তি বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় তাঁরা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। পাশাপাশি অন্যান্য স্থানে অবৈধভাবে নির্মাণ করা সব ধরনের স্থাপনা উচ্ছেদের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

ইউএনও সাইফ-উল আরেফীন বলেন, সরকারি জমিতে অবৈধভাবে তোলা ১০টি দোকানঘর ভেঙে দেওয়া হয়েছে। উপজেলার বাকি অবৈধ স্থাপনাগুলো পর্যায়ক্রমে ভেঙে দেওয়া হবে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য