কেউ কাজে ফাঁকি দেবেন না। কাজে ফাঁকি দেওয়া মানে দেশকে ফাঁকি দেওয়া। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ দুপুরে মন্ত্রণালয়ের কর্মকর্তা–কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিশ্ব সংকটের মধ্যেও দেশ ভালো অবস্থায় চলছে। দেশে মহামারি নেই একেবারে বলা যাবে না।
এবারের ঈদযাত্রায় ঘরমুখো মানুষ স্বস্তিদায়ক হয়েছে বলে মন্ত্রণালয় সচিবসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কাদের। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা যেহেতু স্বস্তিদায়ক হয়েছে, তারা যাতে স্বস্তিমতো কর্মস্থলে ফিরে আসতে পারে সেদিকে খেয়াল রাখার জন্য মন্ত্রী সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘এবার ঈদযাত্রায় কোথাও থেকে তেমন কোনো অভিযোগ আসেনি। কোনো অভিযোগ আসলে সেখানে আমাদের কেউ ছেড়ে কথা বলত না। গণমাধ্যম আমাদের ছেড়ে দিত না।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘পদ্মা সেতুর ওপর দিয়ে মোটরসাইকেল যাতায়াতের বিষয়টি দীর্ঘদিনের দাবি ছিল। এবার প্রধানমন্ত্রীর নির্দেশে সেই দাবি পূরণ হয়েছে। এতে তরুণ ও আরোহীরা যথেষ্ট শৃঙ্খলার পরিচয় দিয়েছে।’