ঘুষ লেনদেনের মামলায় পুলিশের বরখাস্ত ডিআইজি মিজানুর রহমানের সাজা বাড়াতে হাইকোর্টে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন। আজ বুধবার দুদকের জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান আবেদনের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত ঘুষ লেনদেনের অভিযোগে মিজানকে দণ্ডবিধির ১৬১ ধারায় তিন বছর করে কারাদণ্ড দেন। তবে অর্থ পাচার আইনের অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়। তাই ওই খালাসের বিরুদ্ধে ও আপিল করেছে দুদক।
খুরশীদ আলম খান বলেন, দণ্ড বিধি অনুসারে মিজানুর রহমানকে ৩ বছরের সাজা দিয়েছেন আদালত। কিন্তু দুর্নীতি দমন প্রতিরোধ আইনের ৫(২) ধারায় তাঁকে সাজা দেওয়া হয়নি। ওই ধারায় ৭ বছরের সাজা আছে। তাই দুদক সাজা বৃদ্ধি চেয়ে আবেদন করেছে।