হোম > সারা দেশ > ঢাকা

ধানমন্ডিতে আ.লীগের মিছিল: যুব মহিলা লীগ নেত্রীসহ ৩ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিল থেকে গ্রেপ্তার কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য লাবণী চৌধুরীসহ (৩২) তিনজনকে দুই দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা রিমান্ডে নেওয়ার এ নির্দেশ দেন।

রিমান্ডে নেওয়া অপর দুজন হলেন রাজু আহম্মেদ (২৮) ও সিরাজুল ইসলাম (৪২)। বিকেলে তাদের আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন। অন্যদিকে তাদের পক্ষে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে প্রত্যেকের দুই দিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, গতকাল ২১ মার্চ সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় আওয়ামী লীগের ২৫ থেকে ৩০ জন নেতা-কর্মী ও সমর্থকদের একটি মিছিল বের হলে স্থানীয়রা ধাওয়া করে তিনজনকে আটক করে পুলিশে দেয়। পরে ৭ জনকে এজাহারনামীয় ও অজ্ঞাত নামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে মোহাম্মদপুর থানার এসআই মো. সাইদুর রহমান।

মামলার এজাহারে বলা হয়, নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দুষ্কৃতকারীরা বাংলাদেশ ছাত্রলীগ লেখা ব্যানারে শেখ হাসিনার নামে ‘মামলা ও বিচার মানি না, মানব না’ বলে বিভিন্ন স্লোগান দেয়। এ ছাড়া উসকানিমূলক স্লোগান দিয়ে আসামিরা নিষিদ্ধঘোষিত সংগঠনের কর্মকাণ্ড গতিশীল ও সন্ত্রাসী কার্যক্রমে উৎসাহিত করার উদ্দেশ্যে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য