Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

বন্ধুদের সঙ্গে পদ্মায় নেমে নিখোঁজ কিশোর, পরিবারের দাবি হত্যা

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

বন্ধুদের সঙ্গে পদ্মায় নেমে নিখোঁজ কিশোর, পরিবারের দাবি হত্যা

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মায় গোসল করতে নেমে মো. তুষার হোসেন মতিয়ার (১৭) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার ধূলসুরা এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিখোঁজ কিশোরের পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। 

তুষার মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের দুর্লভদী গ্রামের মোশাররফ হোসেন সানির ছেলে। সে হাটিপাড়া বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল। 

ভুক্তভোগীর পরিবার জানায়, তুষার গতকাল দুপুরে পদ্মা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে যায়। তার পাঁচ বন্ধু বাড়িতে ফিরে এলেও নিখোঁজ হয় তুষার। পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের বিষয়টি তার বন্ধুরা নিজেদের মধ্যে গোপন রাখে। 

তুষারের চাচা আজিজ খান বলেন, ‘তুষার নিখোঁজ হলো তার বন্ধুরা কাউকে জানাল না কেন? এতেই বোঝা যায় ওর বন্ধুরা তুষারকে মেরে পদ্মায় ফেলেছে।’ 

তুষারের মা বলেন, ‘পাঁচ বন্ধু তুষারকে গোসল করতে নিয়ে যায়। সবাই বাড়ি ফিরে এলেও তুষার ফিরে আসেনি। বন্ধুদের তুষারের কথা জিজ্ঞেস করলে অসংলগ্ন কথা বলে। কেউ জানায় তুষার আসতেছে রাস্তায়, আবার বলে তুষার কই জানি না। একে জন একেক কথা বলে। সন্ধ্যায় তুষারের প্যান্ট, গেঞ্জি ও বাটন মোবাইল দিয়েছে। অ্যান্ড্রয়েড মোবাইল ওগো কাছে। ওদের বিচার চাই, আমার ছেলেরে ফেরত চাই।’ 

ছেলেকে খুঁজে না পেয়ে শোকে কাতর মা। ছবি: আজকের পত্রিকা

ধূলসুরা এলাকার ঘটনাস্থলের বাসিন্দা শুকুরের স্ত্রী বলেন, ‘গোসল করবার যাইয়া যদি ডুইবা যায় তাইলে কাউরে কইলো না ক্যা। ওনে মেলা চাইল দিছে, পাশে লোক ছিল, বেড়ি বাঁধে কাজের লোক ছিল কাউরে কইলো না ক্যা! ওই পোলারে বন্ধুরা মাইরা ফালাইছে।’ 

অভিযোগ তোলা ওই পাঁচ বন্ধুর মধ্যে একজনের বাবা আশরাফ বলেন, ‘ধূলসুরা এলাকা থেকে দোহার পর্যন্ত পদ্মায় ট্রলার নিয়ে আমরা খোঁজাখুঁজি করছি। আমার ছেলেসহ একজন গোসল করে পদ্মা থেকে চলে আসছি। বাকি চারজন পদ্মাপাড়ে রয়ে গেছে। প্রথমে আমার ছেলে অস্বীকার করলেও বাকিরা একেকজন একেক কথা বলেছে। কেউ বলেছে গোসল করতে দেখেছে। তাদের কথা স্পষ্ট নয়।’ 

আরেক বন্ধুর বাবা জয়নাল বলেন, পদ্মায় গোসল করতে গিয়ে তুষার ডুবে গেছে বলে ওর বন্ধুরা জানিয়েছে। 

হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য বলেন, ‘আমি রাতেই ধূলসুরা পদ্মাপাড় স্পটে গিয়েছিলাম। গতকাল রাত ১১টার দিকে নিখোঁজ কিশোরের আত্মীয় অভিযোগ দিয়েছেন। তদন্ত চলছে।’

ঝুট ব্যবসা নিয়ে ইপিজেডে বিএনপির দুই পক্ষে গোলাগুলি, আহত ৮

সাবেক গভর্নর আতিউর, অর্থনীতিবিদ বারকাতসহ ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢামেকে যৌথবাহিনীর অভিযান, ৩৩ ‘দালালকে’ বিভিন্ন মেয়াদে সাজা

ওসির ছাত্রলীগসংশ্লিষ্টতার তদন্তে যাওয়া বিএনপি কার্যালয়ের পিয়ন গ্রেপ্তার

হত্যাচেষ্টা মামলায় তৌফিক-ই-ইলাহীর পিএস মনোয়ার কারাগারে

ফরিদপুরে কলেজশিক্ষার্থী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাবেক এমপি এম এ মালেক চার দিনের রিমান্ডে

মধুপুরে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

থানা প্রাঙ্গণে ৭ তরুণের টিকটক ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় সমালোচনা

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর সমাবেশ করলে ব্যবস্থা: ডিএমপি