হোম > সারা দেশ > ঢাকা

পুষ্টি মানোন্নয়নে সম্মত জাতীয় পুষ্টি পরিষদ ও এসিডিআই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রাণিজ আমিষের উৎপাদন, বিপণন এবং নিয়মিত দুধ, দুগ্ধজাত পণ্য ও মাংস খাওয়ার হার বাড়ানোর মাধ্যমে জনগণের পুষ্টি মান উন্নয়নে সম্মত হয়েছে সরকারের জাতীয় পুষ্টি পরিষদ (বিএনএনসি) এবং যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা এসিডিআই/ভোকা। 

ইউএসএআইডির অর্থায়নে এসিডিআই/ভোকা পরিচালিত ‘ফিড দ্য ফিউচার বাংলাদেশ লাইভস্টক অ্যান্ড নিউট্রিশন অ্যাক্টিভিটি’ প্রকল্পের আওতায় আজ সোমবার সকালে বিএনএনসি কার্যালয়ে এ সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। 

সমঝোতা স্মারকে বিএনএনসির মহাপরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর ও এসিডিআইয়ের চিফ অব পার্টি অ্যান্ড কান্ট্রি রিপ্রেজেনটেটিভ মুহাম্মদ নূরুল আমিন সিদ্দিকী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেছেন। 

সমঝোতা স্মারকে বলা হয়েছে, এই সমঝোতাটি নির্বাচিত জেলা ও উপজেলা পর্যায়ে বহু খাতভিত্তিক পুষ্টি পরিকল্পনা তৈরি, বাস্তবায়ন ও স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে পুষ্টি বার্তা প্রচার করতে সহায়ক ভূমিকা পালন করবে। 
 
জাতীয় পুষ্টি পরিষদ জানিয়েছে, জাতীয় পুষ্টি নীতির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি শক্তিশালী ও বহু-খাতভিত্তিক পুষ্টি সমন্বয় ব্যবস্থা গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এ জন্য পুষ্টি সম্পর্কিত নীতিগুলোর বিশ্লেষণ, প্রণয়ন ও হালনাগাদ করার মাধ্যমে জাতীয় পুষ্টি উন্নয়নের লক্ষ্যে সমন্বয়কারীর ভূমিকা পালন করছে বিএনএনসি। একই সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের জন্য পুষ্টি পরিকল্পনা প্রণয়নে সহায়তা এবং পুষ্টি গবেষণা কার্যক্রমের পর্যবেক্ষণ ও মূল্যায়ন করে এই পরিষদ। 

অন্যদিকে ফিড দ্য ফিউচার বাংলাদেশ লাইভস্টক অ্যান্ড নিউট্রিশন অ্যাক্টিভিটি জানিয়েছে, এই কার্যক্রম বাংলাদেশের ২৩ জেলায় ১০ লাখ গবাদি প্রাণী উৎপাদনকারী পরিবারের উন্নত পুষ্টি এবং আয় বৃদ্ধি, বিপণনযোগ্যতা এবং পণ্যের ব্যবহার বাড়াবে। 

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য