হোম > সারা দেশ > ঢাকা

জিল্লুর রহমানের সিজিএসের ৩ কর্মকর্তাকে সিআইডির জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জনপ্রিয় টিভি টকশো তৃতীয় মাত্রার উপস্থাপক ও পরিচালক জিল্লুর রহমানের প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) ব্যাংক হিসাব তলবের চারদিনের মাথায় প্রতিষ্ঠানের তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

সোমবার (১৪ আগস্ট) তাঁদের পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। সিজিএসের এই কর্মকর্তারা হলেন, এমিল মাইকেল বটলেরু, জুলিয়ান অংকন রোজারিও ও হিমাংশু শেখর কুণ্ডু। এমিল মাইকেল বটলেরু সিজিএসের সাবেক একজন কর্মকর্তা। 

এ ঘটনার পর সিজিএস পক্ষ থেকে বলা হয়েছে, অনানুষ্ঠানিকভাবে এমন জিজ্ঞাসাবাদে তাঁদের সহকর্মীরা বিরক্ত হয়েছেন। পাশাপাশি প্রতিষ্ঠানটি তার স্বাভাবিক কাজের বাঁধাগ্রস্থ হয়েছে। যদিও সিআইডির পক্ষ এই জিজ্ঞাসাবাদের বিষয়ে পরিষ্কার কোন বক্তব্য পাওয়া যায়নি। 

সিআইডি থেকে ওই কর্মকর্তাদের কাছে কী জানতে চাওয়া হয়েছে— আজকের পত্রিকার পক্ষ থেকে তা জানতে চাইলে সিআইডি প্রধান পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ আলী মিয়া মোবাইল ফোনে এসব বিষয়ে কথা বলতে চাননি।

গত ৯ আগস্ট চ্যানেল আইয়ের জনপ্রিয় টকশো তৃতীয় মাত্রার উপস্থাপক ও পরিচালক জিল্লুর রহমানের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একইসঙ্গে তাঁর প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) ব্যাংক হিসাবও তলব করা হয়। তিনি এ প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক পদে রয়েছেন। 

বিএফআইইউ চিঠিতে পাঁচ কার্যদিবসের মধ্যে জিল্লুর রহমান ও সিজিএসের ব্যাংক হিসাব, কার্ডে জমা ও উত্তোলন—সব ধরনের তথ্য চাওয়া হয়েছে। এসব হিসাবে বিদেশ থেকে অর্থ জমা হলে তার তথ্যও জানতে চাওয়া হয়েছে। 

বিএফআইইউ থেকে সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পাঠানো চিঠিতে এসব তথ্য চাওয়া হয়। বিএফআইইউ স্বতন্ত্র ইউনিট হলেও এটি পরিচালিত হয় বাংলাদেশ ব্যাংকের অধীনে। গভর্নর এই ইউনিটের রিপোর্টিং-প্রধান। 

এর আগে ৯ আগস্ট জিল্লুর রহমানের ব্যাংক হিসাবের তথ্য তলব করে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এ বিষয়ে সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পাঠানো চিঠিতে সিজিএসের ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়।

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে