হোম > সারা দেশ > ঢাকা

সনদপত্রের চেয়েও গুরুত্বপূর্ণ হলো তুমি কতটা জানো: জাফর ইকবাল

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেন, ‘মানুষ হতে হলে প্রচুর পড়াশোনার পাশাপাশি থাকতে হবে কল্পনা শক্তি। একমাত্র মানুষই কল্পনা করতে পারে। অন্য কোনো প্রাণীর কল্পনা শক্তি নেই। বানরকে যদি বলা হয়—তোমার কলাটা আমাকে দাও, আমি তোমার জন্য দোয়া করি তুমি পরকালে বেহেশতে যাবে। বানর সে কথা বুঝবে না, শুনবে না। কারণ তার চিন্তাশক্তি ও কল্পনাশক্তি নেই, যেটা মানুষের আছে। আর কল্পনা ও চিন্তা শক্তি বৃদ্ধি করতে হলে বই পড়ার বিকল্প কিছু নেই।’ 

আজ রোববার বিকেলে মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী কালী নারায়ণ ইনস্টিটিউশনের শত বছর পূর্তিতে ‘শিক্ষা ভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এ সময় ড. মুহাম্মদ জাফর ইকবাল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘সনদপত্রের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তুমি কী জানো এবং কতটা জানো। তোমরা তো লেখাপড়া শিখেছ। তাই তোমরা সেটা বুঝবে। বইয়ের লেখাগুলো প্রথমেই তোমাদের চোখে ঢুকবে। তারপর নার্ভ দিয়ে মস্তিষ্কে ঢুকে অ্যানালাইসিস করে তোমাদের বিষয়টা বোঝাবে। আর এ জন্যই চিন্তা করতে হয় এবং কল্পনা করে বুঝতে হয়।’ 

শতবর্ষে ‘তেরশ্রী কালী নারায়ণ ইনস্টিটিউশন ও শিক্ষা ভাবনা’ শীর্ষক আলোচনা ও স্মৃতিচারণ মূলক অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড. নিরঞ্জন অধিকারী, নাট্যকার ও গবেষক ড. রতন সিদ্দিকী প্রমুখ। 

উদ্‌যাপন কমিটির আহ্বায়ক কৃষিবিদ আজহারুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আইন কমিশনের সচিব মো. আতাউর রহমান, অতিরিক্ত সচিব এ কে এম নুরুন্নবী কবির, প্রধান শিক্ষক শামসুন নাহার, কেন্দ্রীয় আওয়ামী লীগ উপ-কমিটির নেতা মো. রফিকুল ইসলাম মৃধা, ঘিওর থানার ওসি তদন্ত মো. জাকির হোসেন প্রমুখ। 

প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয়ে পুলিশের কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ১

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইউপিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর

পোলো বাওয়া উৎসবে মাতলেন শত শিকারি

‘হাইব্রিড’ বলায় সংঘর্ষ দোকান-বাড়ি ভাঙচুর

পলাতক আসামি অনুষ্ঠানের অতিথি, খুঁজে পায়নি পুলিশ

‘দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা’

কবি নজরুলের নাতি বাবুল কাজী ‘লাইফ সাপোর্টে’

মানিকগঞ্জে নদীর তীরে পার্বণ নবান্ন উৎসব

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

সেকশন