হোম > সারা দেশ > ঢাকা

সরকারি ওষুধ চুরির সন্দেহে ঢামেক কর্মচারী আটক 

ঢামেক প্রতিনিধি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতর থেকে সরকারি ওষুধসহ মো. ফারুক নামে চতুর্থ শ্রেণির এক কর্মচারীকে আটক করেছেন হাসপাতালের আনসার সদস্যরা। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের ভেতরে মর্গ অফিসের সামনে থেকে সরকারি ওষুধসহ তাঁকে আটক করা হয়। পরে তাঁকে পরিচালকের কক্ষে নিয়ে যান আনসার সদস্যরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মো. উজ্জ্বল বেপারী আজকের পত্রিকাকে বলেন, ‘বেলা ১১টার দিকে গোপনে সংবাদ পাই, স্টোর থেকে একজন সরকারি স্টাফ একটি ওষুধের ছোট কার্টন নিয়ে বহির্বিভাগ দিয়ে হাসপাতালের ভেতরে ঢুকছে। পরে হাসপাতালের ভেতরে মর্গ অফিসের সামনে থেকে তাকে ওষুধের কার্টনসহ ধরা হয়।’

পরে ওষুধের বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ১১২ নম্বর ওয়ার্ডের ওষুধ। তবে তাঁর কাছে কোনো কাগজপত্র ছিল না। তখন তাঁকে পরিচালকের রুমে নিয়ে আসা হয়।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের আনসার সদস্যরা হাসপাতালের ভেতর থেকে ওষুধের কার্টনসহ ফারুক নামে এক কর্মচারীকে আটক করেছে। ওষুধগুলো জব্দ করা হয়েছে। ওষুধ বাইরে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. মশিউর রহমান আজকের পত্রিকাকে  বলেন, ‘এক স্টাফকে ওষুধের কার্টনসহ ধরেছে আনসার সদস্যরা। ওষুধের কার্টন পরিচালকের কক্ষে রয়েছে। আমাদের স্টোরের কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩