Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

নির্ধারিত সময়ে বিটিআরসির প্রাপ্য অর্থ দেয়নি ৫৮ টিভিএএস প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্ধারিত সময়ে বিটিআরসির প্রাপ্য অর্থ দেয়নি ৫৮ টিভিএএস প্রতিষ্ঠান

রাজস্ব আয় এবং সামাজিক দায়বদ্ধতা তহবিলের অর্থ নির্ধারিত সময়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) জমা দেয়নি টেলিকম ভ্যালু অ্যাডেড সার্ভিস (টিভিএএস) সার্টিফিকেটধারী ৫৮টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানকে ৭ দিনের (১৪ জুলাই) মধ্যে যাবতীয় বকেয়া পরিশোধ করার নির্দেশনা দিয়েছে বিটিআরসি। গত ৭ জুলাই বিটিআরসির অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের উপপরিচালক মো. দেলোয়ার হোসেন এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেন। 

এই সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, বিটিআরসির ইস্যু করা টিভিএএস গাইডলাইন অনুযায়ী টিভিএএস সার্টিফিকেট গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে ত্রৈমাসিক ভিত্তিতে মোট অর্জিত রাজস্বের ৫ দশমিক ৫ শতাংশ হারে রেভিনিউ শেয়ারিং এবং ১ শতাংশ হারে সামাজিক দায়বদ্ধতা ফি বিটিআরসিতে পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে। 

কিন্তু ৫৮টি প্রতিষ্ঠান এখনো এই অর্থ জমা দেয়নি। তাই এসব প্রতিষ্ঠানকে গাইডলাইনের মোতাবেক রেভিনিউ শেয়ারিং ও সামাজিক দায়বদ্ধতা তহবিল চাঁদার সকল বকেয়া অর্থ প্রযোজ্য মূসক ও বিলম্ব ফিসহ পত্র জারির ৭ দিনের মধ্যে পরিশোধ করতে হবে। 

নির্দেশনায় আরও বলা হয়, এই সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না করাদের বিরুদ্ধে টিভিএএস রেজিস্ট্রেশন বাতিলসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মার্চের মাঝামাঝি ডাকসুর রোডম্যাপ: উপাচার্য

আনিসুল হক ও তাঁর পরিবারের ব্যাংক হিসাবে ১৪০ কোটি টাকা অবরুদ্ধের নির্দেশ

‘৬ মাস কোর্স করে ডাক্তার পদবি ব্যবহার করতে চায়’

চলন্ত বাসে ডাকাতি ও যৌন নিপীড়ন: পরিকল্পনাকারী ও সহযোগী দুই ভাই গ্রেপ্তার

উত্তরায় ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ১৩

রায় অমান্য করে পুনরায় মাটি কাটার দায়ে ভেকু জব্দ

এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখী পদযাত্রা আটকে পুলিশের লাঠিপেটা

তিন মামলায় ১২ দিনের রিমান্ডে সাবেক প্রতিমন্ত্রী পলক

ছাপা বইয়ের নানা বিকল্প

আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ