Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

নির্ধারিত সময়ে বিটিআরসির প্রাপ্য অর্থ দেয়নি ৫৮ টিভিএএস প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্ধারিত সময়ে বিটিআরসির প্রাপ্য অর্থ দেয়নি ৫৮ টিভিএএস প্রতিষ্ঠান

রাজস্ব আয় এবং সামাজিক দায়বদ্ধতা তহবিলের অর্থ নির্ধারিত সময়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) জমা দেয়নি টেলিকম ভ্যালু অ্যাডেড সার্ভিস (টিভিএএস) সার্টিফিকেটধারী ৫৮টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানকে ৭ দিনের (১৪ জুলাই) মধ্যে যাবতীয় বকেয়া পরিশোধ করার নির্দেশনা দিয়েছে বিটিআরসি। গত ৭ জুলাই বিটিআরসির অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের উপপরিচালক মো. দেলোয়ার হোসেন এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেন। 

এই সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, বিটিআরসির ইস্যু করা টিভিএএস গাইডলাইন অনুযায়ী টিভিএএস সার্টিফিকেট গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে ত্রৈমাসিক ভিত্তিতে মোট অর্জিত রাজস্বের ৫ দশমিক ৫ শতাংশ হারে রেভিনিউ শেয়ারিং এবং ১ শতাংশ হারে সামাজিক দায়বদ্ধতা ফি বিটিআরসিতে পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে। 

কিন্তু ৫৮টি প্রতিষ্ঠান এখনো এই অর্থ জমা দেয়নি। তাই এসব প্রতিষ্ঠানকে গাইডলাইনের মোতাবেক রেভিনিউ শেয়ারিং ও সামাজিক দায়বদ্ধতা তহবিল চাঁদার সকল বকেয়া অর্থ প্রযোজ্য মূসক ও বিলম্ব ফিসহ পত্র জারির ৭ দিনের মধ্যে পরিশোধ করতে হবে। 

নির্দেশনায় আরও বলা হয়, এই সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না করাদের বিরুদ্ধে টিভিএএস রেজিস্ট্রেশন বাতিলসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ছাপা বইয়ের নানা বিকল্প

আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

অটোরিকশাচালক বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে ধোলাইখালে পেটে রড ঢুকে কিশোর নিহত

প্রতিবন্ধীদের স্কুল এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান

‘দেশের নিরাপত্তাব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিতেই বিডিআর হত্যাকাণ্ড’

উত্তরায় চীনা নাগরিক খুনের যৌথ তদন্ত করবে চীন ও বাংলাদেশ পুলিশ

যৌন হামলার আশঙ্কায় মেয়েরা বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে: এমজেএফ

ধর্ষণ, নারী নিপীড়ন, অনিরাপত্তার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

গাজীপুরে শিক্ষার্থী ধর্ষণ ও শিশু ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ২

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে রাজধানীর বনশ্রীতে মশাল মিছিল