রাজস্ব আয় এবং সামাজিক দায়বদ্ধতা তহবিলের অর্থ নির্ধারিত সময়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) জমা দেয়নি টেলিকম ভ্যালু অ্যাডেড সার্ভিস (টিভিএএস) সার্টিফিকেটধারী ৫৮টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানকে ৭ দিনের (১৪ জুলাই) মধ্যে যাবতীয় বকেয়া পরিশোধ করার নির্দেশনা দিয়েছে বিটিআরসি। গত ৭ জুলাই বিটিআরসির অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের উপপরিচালক মো. দেলোয়ার হোসেন এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেন।
এই সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, বিটিআরসির ইস্যু করা টিভিএএস গাইডলাইন অনুযায়ী টিভিএএস সার্টিফিকেট গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে ত্রৈমাসিক ভিত্তিতে মোট অর্জিত রাজস্বের ৫ দশমিক ৫ শতাংশ হারে রেভিনিউ শেয়ারিং এবং ১ শতাংশ হারে সামাজিক দায়বদ্ধতা ফি বিটিআরসিতে পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে।
কিন্তু ৫৮টি প্রতিষ্ঠান এখনো এই অর্থ জমা দেয়নি। তাই এসব প্রতিষ্ঠানকে গাইডলাইনের মোতাবেক রেভিনিউ শেয়ারিং ও সামাজিক দায়বদ্ধতা তহবিল চাঁদার সকল বকেয়া অর্থ প্রযোজ্য মূসক ও বিলম্ব ফিসহ পত্র জারির ৭ দিনের মধ্যে পরিশোধ করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়, এই সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না করাদের বিরুদ্ধে টিভিএএস রেজিস্ট্রেশন বাতিলসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।