গোপালগঞ্জে কোটালীপাড়ায় পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় তিন লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। উপজেলার কুশলা ইউনিয়নের চৌরখুলী গ্রামে গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, চৌরখুলী গ্রামের মাছ ব্যবসায়ী সিদ্দিক মোল্লা চারটি ঘেরে বোরো ধান চাষ করার জন্য সেখান থেকে বিভিন্ন প্রজাতির মাছ ধরে এনে বাড়ির পাশের পুকুরে ছাড়ে রাখেন। গতকাল রাতে কেউ সেই পুকুরে বিষ প্রয়োগ করলে সব মাছ মরে যায়।
সিদ্দিক বলেন, ‘দেড় মাস আগে আমি চারটি ঘের থেকে প্রায় তিন লাখ টাকার মাছ ধরে এনে বাড়ির পাশের পুকুরে ছাড়ি। রাতে কেউ বিষ প্রয়োগ করে আমার পুকুরে থাকা সব মাছ নিধন করেছে। আমি এখন সর্বস্বান্ত হয়ে গেছি। যারা আমার এত বড় ক্ষতি করল, প্রশাসনের কাছে তাদের বিচার চাই।’
এ বিষয়ে কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ফুল মিয়া বলেন, ‘ঘটনাটি জেনেছি। কিন্তু এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়ার পরে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’