হোম > সারা দেশ > ঢাকা

হত্যার দায় নিয়ে সরকারকে পদত্যাগ করতে বলল ঢাবি সাদা দল 

ঢাবি প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে সরকারদলীয় নেতা-কর্মী এবং সরকারি বাহিনীর হামলায় শিক্ষার্থী-জনতার নিহত হওয়ার প্রতিবাদে সরকারের পদত্যাগের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতীয়তাবাদ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল। 

আজ শনিবার দুপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে ‘বৈষম্যবিরোধী আন্দোলন দমনে ছাত্র-জনতা হত্যা, নিপীড়ন ও গণগ্রেপ্তারের প্রতিবাদ এবং স্বৈরাচারী সরকারের পদত্যাগের দাবিতে র‍্যালি ও সংহতি সমাবেশ’ করে। 

সংহতি সমাবেশে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, ‘সরকারের কাছে আমরা হত্যার বিচার চাই না। কারণ, যারা হত্যা করেছে তাদের কাছে কিসের বিচার চাইব। সরকারের কাছে বিচার চাওয়ার কোনো যৌক্তিকতা নেই। এত শিক্ষার্থী হত্যা করা হয়েছে, সাংবাদিক হত্যা করা হয়েছে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হয়েছে। সবকিছুর দায় নিয়ে সরকারকে পদত্যাগ করতে হবে।’

অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘বাংলাদেশে যত আন্দোলন হয়েছে, স্বাধীনতার পূর্বে যে আন্দোলন হয়েছে, একসঙ্গে এতগুলো প্রাণ ঝরে গেছে—তার নজির কিন্তু বাংলাদেশে নেই। লজ্জায় আর ঘৃণায় কোনো কিছুই বলতে পারি না। এই আন্দোলনের প্রতি কটাক্ষ, তুচ্ছতাচ্ছিল্য করার মধ্য দিয়ে এই আন্দোলন এতটুকু পর্যন্ত গড়িয়েছে।’

সংহতি সমাবেশ সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক আব্দুস সালাম, সাবেক আহ্বায়ক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, শিক্ষকনেতা অধ্যাপক আল মোজাদ্দেদ আলফেসানীসহ সাদা দলের বিভিন্ন স্তরে শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।

সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেপ্তার

বাটা শো-রুমে আগুনের সূত্রপাত গোডাউন থেকে: ফায়ার সার্ভিস

মুন্সিগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবককে গুলি করার অভিযোগ

শ্রীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে ২০ শ্রমিক আহত

পদ্মায় বড়শিতে আটক ৯ কেজির বোয়াল, ‘কম দামে’ বিক্রি

রায়পুরায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২

চার ঘণ্টার বেশি সময় পর নিভল মিরপুরে বাটা শো-রুমে লাগা আগুন

আবদুল হামিদ মেডিকেল কলেজে সবদিকে ঘাটতি, শুধু আসন বাড়তি

অবহেলায় ‘ভুতুড়ে বাড়ি’ শহীদ জিয়া হল

রাজধানীর মিরপুরে বাটার শো-রুমে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

সেকশন