গাজীপুরের টঙ্গীতে একটি আবাসিক প্রকল্পের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে টঙ্গীর মুদাফা এলাকার উত্তরা প্রবর্তন সিটি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, গতকাল রোববার রাতে উত্তরা প্রবর্তন সিটির ভেতরে ওই যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তারানা আনোয়ার বলেন, মৃত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। মরদেহের বুকের বাঁ পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে জানতে উত্তরা প্রবর্তন সিটির মালিক মাহবুব আলমকে মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।