Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

মাদারীপুরে শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে হত্যা

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে হত্যা
মাদারীপুর সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি শাকিল মুন্সির স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা শ্রমিক দলের সভাপতিকে পৌর শ্রমিক দলের সভাপতি ও তাঁর লোকজন কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাত ১০টার দিকে সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শাকিল মুন্সি (৩৫)। তিনি সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি ও নতুন মাদারীপুরের মোফাজ্জেল মুন্সির ছেলে।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা শ্রমিক দলের সভাপতি শাকিলের সঙ্গে মাদারীপুর পৌরসভা শ্রমিক দলের সভাপতি লিটন হাওলাদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে রাতে শাকিলের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান লিটন ও তাঁর ভাতিজা আল আমিনসহ ১৫-২০ জন।

এ সময় শাকিলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যান। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় বেশ কিছু ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাদারীপুর সদরে হত্যাকাণ্ডের পর এলাকায় পুলিশ সদস্যদের তৎপরতা। ছবি: আজকের পত্রিকা
মাদারীপুর সদরে হত্যাকাণ্ডের পর এলাকায় পুলিশ সদস্যদের তৎপরতা। ছবি: আজকের পত্রিকা

শাকিলের ভাই রনজু মুন্সি বলেন, সম্প্রতি আওয়ামী পন্থী ও নানা কাজে বিতর্কিত লিটনকে মাদারীপুর পৌরসভা শ্রমিক দলের সভাপতি করে কমিটি ঘোষণা করা হয়। এর প্রতিবাদ করেন সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি শাকিল। এতে করে ক্ষিপ্ত হয়ে ওঠেন লিটন। ওই ঘটনা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লিটন তাঁর ভাতিজা আল আমিনকে সঙ্গে নিয়ে হামলা চালান। এ সময় কুপিয়ে শাকিলকে হত্যা করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘আধিপত্য বিস্তার নিয়ে একজন মারা গেছেন। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। অপরাধীদের ধরতে পুলিশ কাজ করেছে।’

ঈদের জামাত ঢাকায় কখন কোথায়

অর্থ আত্মসাৎ করতে সেই জিমএমকে অপহরণের পর হত্যা: র‍্যাব

রাজধানীতে ৬১টি চোরাই ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার ২

ফরিদপুরের ১৩ গ্রামে ঈদুল ফিতর উদ্‌যাপন

সাভারে বিএনপির নেতার হাত–পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষ, নেপথ্যে ফুটপাতে চাঁদাবাজি

ঈদযাত্রায় বাড়িতে গেল পোশাককর্মী দম্পতির লাশ, হাসপাতালে দুই সন্তান

ঈদে ঢাকায় পাঁচ স্তরের নিরাপত্তা, চোখ থাকবে নিষিদ্ধ সংগঠনের ওপর: ডিএমপি কমিশনার

মুন্সিগঞ্জে ১৫ গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত

সোনারগাঁয়ে ২৩ গ্রামের ৩ হাজার মানুষের ঈদ উদ্‌যাপন

যমুনা সেতুতে একদিনেই টোল আদায় ৩ কোটি ২১ লাখ টাকা