Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

নাসিক নির্বাচন: ভোট দিলেন তৃতীয় লিঙ্গের ৪ ভোটার

রাশেদ নিজাম, নারায়ণগঞ্জ থেকে

নাসিক নির্বাচন: ভোট দিলেন তৃতীয় লিঙ্গের ৪ ভোটার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে প্রায় ২০ লাখ মানুষের বসবাস। এর মধ্যে ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৫৭ জন। পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৩৪ জন, নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১৯ জন। পুরুষ ও নারী ভোটার যোগ দিলে মোট ভোটারসংখ্যা থেকে চারজন কম হবে। এই চারজন হলেন তৃতীয় লিঙ্গের মানুষ। তাঁরা এবারই প্রথম নাসিক নির্বাচনে ভোট দিয়েছেন। 

চারজনের মধ্যে দুজন মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। তাঁদের নাম প্রিয়া ও লিমা। আর বাকি দুজন সন্ধ্যা ও রুবিনা ভোট দিয়েছেন সিদ্ধিরগঞ্জ এলাকার মিজিমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ে। 

ভোট দেওয়া শেষে লিমা ও প্রিয়া বলেন, ‘জীবনে ভোট দিতে পারব ভাবি নাই। অনেক কষ্ট হইল। তবে আমরাও যে মানুষ এইটা বুঝলাম।’ 

সন্ধ্যা ও রুবিনা ভোট দিয়ে বলেন, ‘হিজড়া জনগোষ্ঠীর আরও ভোটার রয়েছেন। তবে তারা এখনো মহিলা হিসেবে নিবন্ধিত রয়েছেন। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে নিজস্ব পরিচয়ে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা।’

সন্ধ্যা বলেন, ‘ভোট দিতে আসতে কোনো সমস্যা হয়নি। ইভিএম অনেক কঠিন হবে ভেবেছিলাম, কিন্তু এটা অনেক সহজ আর সুবিধাজনক।’

রুবিনা বলেন, ‘আমরা যদি মানুষের জন্য ভালো কিছু করতে পারি, তাঁদের পাশে দাঁড়াতে পারি, মায়া-মহব্বত দেখাতে পারি, তাহলে ভবিষ্যতে আমরাও জনপ্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।’   

আরও পড়ুন:

জনবলসংকটে অলস আইসিইউ

বাহারি খাবারে সেজেছে বেইলি রোডের ইফতার বাজার

দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় নিপা গার্মেন্টসে ভাঙচুর, আহত ৬

খারাপ প্রকৃতির মানুষকে ছাড় দেওয়া হবে না: ডিবি প্রধান

হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং

জোরপূর্বক মানুষের ফসলি জমি কেটে মাছের খামার তৈরি, যুবদল নেতা আটক

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৪ শিক্ষকের নামে মামলা

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: বিক্ষোভের মুখে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত

নারীর প্রতি সহিংসতা-নিপীড়নের প্রতিবাদে জাবিতে মানববন্ধন