হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার রাত সাড়ে আটটার দিকে টঙ্গীর পাগাড় টেকপাড়া বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

 টঙ্গী পূর্ব থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) লিটন শরীফ মরদেহটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। 

নিহতের নাম আবুল কাশেম (৪৫)। তিনি জামালপুর জেলার ইসলামপুর থানার পাতশি গ্রামের নুর হোসেনের ছেলে। নিহত কাশেম টঙ্গীর নোমান ফেব্রিকস লিমিটেড কারখানায় সুপারভাইজার পদে কাজ করতেন। তিনি পরিবারের সঙ্গে মরকুন এলাকার মৃত আমিনুল হকের ভাড়া বাড়িতে থাকতেন। 

পুলিশ জানায়, বুধবার রাতে কারখানায় কাজ শেষে বাসায় ফিরছিলেন কাশেম। এ সময় ওই এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নূরুন নাহার জান্নাত বলেন, ‘মরদেহের বুকে, পেটে ও পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে তাঁকে মৃত অবস্থায় আনা হয়।’ 

মৃত কাশেমের শ্যালক সোলাইমান বলেন, ‘গত কয়েক মাস আগে কারখানার এক শ্রমিক কাজে অবহেলা করলে কর্তৃপক্ষকে জানালে ওই শ্রমিককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে কাশেমকে হত্যার হুমকি দেন ওই শ্রমিক। ওই শ্রমিকের নাম আমরা জানি না। গতকাল রাতে তাঁকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আমরা মামলা করব।’ 

টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। আশপাশের সিসিটিভির ফুটেজ দেখা হচ্ছে। এ ঘটনা একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’ 

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ১২৬ বিডিআর সদস্য

খোলাবাজারে বিক্রি বিনা মূল্যের দুই ট্রাক পাঠ্যবই উদ্ধার

মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর রাজা ঢাকায় গ্রেপ্তার

রাস্তা দখল করে প্রাচীর নির্মাণের অভিযোগ

শাহজালালে ফের বোমা আতঙ্ক, হোয়াটসঅ্যাপে বার্তা

গাজীপুরে ড. ইউনূসের গ্রামীণ ফেব্রিকসে আগুন দিয়েছে বেক্সিমকোর শ্রমিকেরা

রাজৈরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে দুই সেনা সদস্যসহ গ্রেপ্তার ৪

সাত দিনের আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন ম্যাটস শিক্ষার্থীরা

সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার জামিন স্থগিত

সেকশন