নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কারওয়ান বাজারের কাঁচাবাজার থেকে গাবতলীতে প্রথম ধাপে ১৭৬টি দোকান সরানো হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
আজ সোমবার বিকেলে গাবতলীতে কারওয়ান বাজার কাঁচাবাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
ডিএনসিসি মেয়র বলেন, কারওয়ান বাজারের যে ভবনে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় আছে, ওই ভবন যেকোনো সময় ভেঙে পড়তে পারে। হতাহতের ঝুঁকি রয়েছে। সেই ভবনে ১৭৬টি দোকান রয়েছে। ওই ভবন ঈদের পরে ভাঙা হবে। এই নির্দেশনা ইতিমধ্যে দেওয়া হয়েছে। ভবনে থাকা ব্যবসায়ীদের গাবতলীতে স্থানান্তর করা হবে।
মেয়র বলেন, ঢাকার কেন্দ্রবিন্দু কারওয়ান বাজারে রাতে ট্রাকে মাল নামে কোনো শৃঙ্খলা নেই। ট্রাফিক জ্যামে অতিষ্ঠ সবাই। একটি সিটির মধ্যে কখনো এমন পাইকারি বাজার বসতে পারে না। ধাপে ধাপে ওখানে কাঁচাবাজার সরাতে হবে। আমরা চাই আপনাদের ব্যবসার ক্ষতি না করে ঢাকাকে কীভাবে সুন্দর করা যায়। আমরা মাস্টারপ্ল্যানের আওতায় গাবতলীতে সব সুযোগ-সুবিধা যুক্ত করে মার্কেট ভবন তৈরি করেছি।
যারা গাবতলীতে আসবেন না তারা দুই কুল হারাবেন জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, স্মার্ট শহর গড়তে কারওয়ান বাজারকে স্থানান্তর করতে হবে। এটার কোনো বিকল্প নেই। অভিদ্রুত ১৭৬টি দোকান বরাদ্দ দেওয়া হবে। আপনাদের ব্যবসার পরিবেশ নষ্ট হবে না। যেদিন আসবে, সেদিন থেকে ব্যবসা করতে পারবেন। আপনারা আসবেন কি আসবেন না এই দায়িত্ব আপনাদের। গাবতলীতে আপনারা না আসলে দুই কুল হারাবেন।