হোম > সারা দেশ > ঢাকা

মেজর আখতারের পক্ষে ভোটে বাধ্য করছে গোয়েন্দা সংস্থা, অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী ও পাকুন্দিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির সাবেক এমপি মেজর (অব.) মো. আখতারুজ্জামানের পক্ষে নির্বাচন করতে আওয়ামী লীগের নেতা-কর্মী ও জনপ্রতিনিধিদের বাধ্য করছে গোয়েন্দা সংস্থার লোকজন। এমনটাই অভিযোগ, ওই আসনের অপর স্বতন্ত্র প্রার্থী ও পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. সোহরাব উদ্দিনের।

ঈগল প্রতীকের ওই স্বতন্ত্র প্রার্থী সোহরাব উদ্দিন অভিযোগ করেন, ‘একটা এজেন্সি, আমি ভাবি না কোন সরকারের এজেন্সি তারা এগুলো করতে পারে। নামধারী তারা কীভাবে আমাদের কর্মীদের, বিশেষ বিশেষ নেতা-কর্মী, সমর্থক, জনপ্রতিনিধিদের ভয়-ভীতি দেখায়। আমাদের কাছে রেকর্ড আছে। টেলিফোন নম্বর আছে, কারা কারা টেলিফোন করছে, কীভাবে তাদের নেওয়া হয়েছে। এগুলো করে আস্তে আস্তে সুন্দর নির্বাচনটাকে একটা নস্যাতের দিকে নিয়ে যাচ্ছে। এই নির্বাচন যাতে সুষ্ঠুভাবে না হয়।’

গতকাল সোমবার সন্ধ্যায় পাকুন্দিয়া উপজেলা সদরে ঈগল প্রতীকের পক্ষে নির্বাচনী শোভাযাত্রায় সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন সোহরাব উদ্দিন। তিনি বলেন, তাতে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হচ্ছে। অবিলম্বে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দেন তিনি।

সোহরাব উদ্দিন বলেন, ‘আমরা রিটার্নিং কর্মকর্তাকে মৌখিকভাবে বিষয়টি বলেছি। আমাদের এসপি সাহেবকে বলেছি। তাঁরা আমাদের আশ্বস্ত করেছেন যে, তাঁরা ব্যবস্থা নেবেন। কিন্তু এখনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমি কয়েক দিন আগে মিটিংয়ে বলেছি, লেভেল প্লেয়িং ফিল্ড হয়নি। কারণ আমরা মাত্র কয়েকটা সাদাকালো পোস্টার ছাপিয়েছি। আর এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিলবোর্ড, কালারফুল বিলবোর্ড, এগুলো রাস্তাঘাটে টানিয়ে রাখছে। আমাদের পোস্টার লাগানোর তো জায়গাই নেই। এগুলো অপসারণ করার কথা আমি বলছি কিন্তু সরতেছে না।’

স্বতন্ত্র প্রার্থী সোহরাব উদ্দিন আরও বলেন, ‘আমি সাংবাদিকদের মাধ্যমে বলতে চাই, দয়া করে একটা লেভেল প্লেয়িং ফিল্ড করে নির্বাচনী আচরণবিধিতে আমাদের থাকতে দেন। নির্বাচনের ফলাফল যা-ই হয়, প্রিসাইডিং অফিসার যারা থাকবে, তাদের যেন নির্দেশ দেয়, তারা যেন সাইন করা রেজাল্ট দিয়ে পরে যায়। যদি এগুলো না করে, তাহলে নির্বাচনের পরিবেশ নষ্ট হবে, এখানে অনেক প্রাণহানি ঘটবে। অনেক কিছুই হতে পারে। আজকে আমাদের যে জনগণের জোয়ার দেখছেন, আমি তো সব জায়গায় থাকব না। ১৭০টি সেন্টারে আমার অনেক কর্মী জড়িত থাকবে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে এর দায় দায়িত্ব নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার তারা এবং এজেন্সি যারা তাদের নিতে হবে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আজকে এ রকমভাবে আপনারা কি কোনো দিন দেখেছেন, কোনো একটা এজেন্সি কোনো একজন রাজনৈতিক নেতাকে ধমকাইতে পারে? এমনকি তাঁকে গুলি করারও কথা বলছে। যদি ট্রাকে না ওঠেন, তাহলে গুলি করা হবে। গুলি করা হবে, এসব ভয়ভীতি দেখাইছে। এটা কিসের আলামত? এটা কি নির্বাচন সুষ্ঠু হওয়ার আলামত?’

সোহরাব উদ্দিন বলেন, ‘আমি সেই জন্য আবার বলছি, আমরা আর বেশি দূর আগাইতে চাই না। যদি অনতিবিলম্বে এগুলোর সুরাহা না করেন, এটার পরিণাম অনেক অনেক খারাপ হবে। আমি যেকোনো আইনগত সিদ্ধান্ত নিতে বাধ্য হব। ইনশা আল্লাহ, আমি এটার শেষ দেখে ছাড়ব, যদি নির্বাচনকে ভন্ডুল করা হয়।’

এর আগে পাকুন্দিয়া উপজেলা সদরে ঈদগাহ মাঠে সোহরাব উদ্দিনের ঈগল প্রতীকের সমর্থনে শত শত মানুষ জড়ো হয়। সেখানে বক্তব্যে নৌকা নিয়ে ট্রাকে উঠে পড়ায় স্থানীয় আওয়ামী লীগের এমপি নূর মোহাম্মদের কঠোর সমালোচনা করেন সোহরাব উদ্দিন।

সন্ধ্যায় তাঁর সমর্থনে একটি বিশাল নির্বাচনী মিছিল বের হয়। কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা আবদুল কাহার আকন্দ ও স্বতন্ত্র প্রার্থী বিএনপির সাবেক এমপি মেজর (অব.) মো. আখতারুজ্জামানসহ ছয়জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাবেক আইজিপি ও বর্তমান এমপি নূর মোহাম্মদ দলের মনোনয়ন না পেয়ে আখতারুজ্জামানকে সমর্থন দিয়েছেন।

এ বিষয়ে কথা বলতে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল কাহার আকন্দের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি।

কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখ বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

সেকশন