মাদারীপুরে ট্রাকচাকায় সৈকত মন্ডল (১৬) নামে এক কিশোর মারা গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুর সদর উপজেলার কাঠেরপোল নামক স্থানে এই ঘটনা ঘটে।
নিহত সৈকত মন্ডল মাদারীপুর সদর উপজেলার চৌহদ্দি গ্রামের সত্যরঞ্জন মন্ডলের ছেলে।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, দুপুরে সদর উপজেলার কাঠেরপোল নামক স্থানে ঢাকা-বরিশাল মহাসড়কে সৈকত নামে একজন রাস্তা পারাপারের সময় বরিশালগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছে।