হোম > সারা দেশ > ঢাকা

ছাত্র নামের দুষ্কৃতকারীরা বর্বরোচিত হামলা চালিয়েছে, সাইনবোর্ড খুলে নিয়েছে: সিটি কলেজের অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা সিটি কলেজের সামনে ছাত্রদের ভিড়। ছবি: আজকের পত্রিকা।

কিছু ছাত্র নামের দুষ্কৃতকারী ঢাকা সিটি কলেজের স্থাপনায় বর্বরোচিত হামলা করেছে বলে বিচার চেয়েছেন ‎কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোবারক হোসেন। তিনি বলেন, ‘সিটি কলেজের স্থাপনায় হামলা করল, আমাদের সাইনবোর্ডগুলো খুলে নিল। আমরা দেশবাসীর কাছে এই বর্বরোচিত হামলার বিচার চাই। আমরা এই হামলার নিন্দা জানাই।’

আজ ‎মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে দুই কলেজের সংঘর্ষ থামার পর ঢাকা সিটি কলেজের সামনে এ কথা বলেন তিনি।

দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ছবি: আজকের পত্রিকা

‎মোবারক হোসেন বলেন, ‘গতকাল একটি বিচ্ছিন্ন ঘটনায় ঢাকা কলেজের একজন ছাত্র আহত হয়েছে। তাকে কে বা কারা আক্রমণ করেছে আমরা জানি না। সংবাদ পাওয়ার পর আজকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, এই শঙ্কায় আমরা ঢাকা কলেজের শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। তাঁরাও বলেছেন, তাঁদের শিক্ষার্থীরা কোনো ধরনের অন্যায় কাজে লিপ্ত হবে না, গন্ডগোল করবে না। আমরাও আমাদের ছাত্ররা যাতে কোনো ধরনের গন্ডগোলে লিপ্ত না হতে পারে, আমরা সকাল থেকে শিক্ষকদের বিভিন্ন ধরনের গ্রুপ করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছি।’

‎সিটি কলেজের অধ্যক্ষ বলেন, ‘আমরা হঠাৎ করে ১১টার দিকে দেখলাম, কিছু ছাত্র নামের দুষ্কৃতকারী ঢাকা সিটি কলেজের স্থাপনায় হামলা করল, বর্বরোচিত হামলা। আমাদের সাইনবোর্ডগুলো খুলে নিল। আমরা দেশবাসীর কাছে এই বর্বরোচিত হামলার বিচার চাই। আমরা এই হামলার নিন্দা জানাই।’ ‎

এই অবস্থায় কলেজ বন্ধ থাকবে কি না, তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

‎তবে এর আগে বেলা সোয়া ৩টার দিকে অধ্যক্ষ মোবারক হোসেন কলেজের মাইকে দুই দিনের ছুটি ঘোষণা করলে শিক্ষার্থীরা প্রতিবাদ জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়