নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর হাতিরঝিলে অটোরিকশাচালক বাবু মোল্লাকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিহতের ভগ্নিপতি মাসুদ রানা বাদী হয়ে মামলা করেন।
আদালত বাদীর জবানবন্দি রেকর্ড শেষে এ মামলার আবেদনটি হাতিরঝিল থানাকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।
এ মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন—সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আরাফাত এ রহমান, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সংসদ সদস্য মো. ওয়াকিল উদ্দিনসহ ২৫ জনকে আসামি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৯ জুলাই অটোরিকশাচালক বাবু মোল্লা তাঁর ভগ্নিপতি মাসুদ রানার সঙ্গে হাতিরঝিলের একটি মসজিদে জুমার নামাজ পড়তে যান। নামাজ পড়ে বাসায় ফেরার পথে বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে পড়ে গুলিতে মৃত্যুবরণ করেন বাবু মোল্লা।
অভিযোগ করা হয়, আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে গুলিবিদ্ধ হয়ে হত্যাকাণ্ডের শিকার হন বাবু মোল্লা।