নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছে আজকের পত্রিকা।
আজ সোমবার দুপুরে পল্টন মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দৈনিক সংগ্রামকে ২৯ রানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে আজকের পত্রিকা।
প্রথম ম্যাচে ৩৯ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার মো. হুমায়ূন কবীর। এ ছাড়া হ্যাটট্রিক করেন আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক জাহিদুল ইসলাম। আজকের পত্রিকার পক্ষে খেলায় আরও অংশ নেন—রেজা করিম, জয়নাল আবেদীন খান, তানিম আহমেদ ও মারুফ কিবরিয়া।
এ সময় টিমের কোচ উবায়দুল্লাহ বাদল ও আজকের পত্রিকার আইন বিষয়ক প্রতিবেদক এস এম নূর মোহাম্মদ উপস্থিত ছিলেন। এবারের টুর্নামেন্টে ৫৫টি গণমাধ্যম অংশগ্রহণ করেছে।