Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ফরিদপুর ভূমি অফিসে ঘুষ দাবি, সার্ভেয়ারকে ঘেরাও শিক্ষার্থীদের

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর ভূমি অফিসে ঘুষ দাবি, সার্ভেয়ারকে ঘেরাও শিক্ষার্থীদের

ফরিদপুরে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে গিয়ে ‘ঘুষ-বাণিজ্য’ ধরেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল শহরের ঝিলটুলী এলাকায় অবস্থিত সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই কার্যালয়ের সার্ভেয়ার মো. রাইসুল ইসলাম একজন পিয়নের মাধ্যমে সেবাগ্রহীতাদের কাছে অতিরিক্ত টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হতে হয়েছে তাঁদের। মঙ্গলবার দুপুরে দুজন ভুক্তভোগী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নিয়ে ওই কার্যালয়ে যান। এ সময় শিক্ষার্থীরা সার্ভেয়ার রাইসুলকে মোবাইলে ডেকে আনেন এবং পিয়ন সোহেলকেও হাজির করে তাঁদের কাছে অতিরিক্ত টাকা দাবির বিষয়টি জানতে চান। প্রথমে ওই পিয়নকে চেনেন না বলে দাবি করেন সার্ভেয়ার রাইসুল। পরে শিক্ষার্থীদের তোপের মুখে শিকার করে রাইসুল বলেন, ‘অফিসে লোক কম থাকায় তাঁদের ব্যক্তিগতভাবে বেতন দিয়ে নানা কাজে লাগানো হয়।’ একপর্যায়ে সোহেল অতিরিক্ত টাকা দাবির বিষয়টিও শিক্ষার্থীদের সামনে স্বীকার করেন।

এ সময় শিক্ষার্থীরা ওই সার্ভেয়ারকে ঘেরাও করে রাখেন। পরে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়। পরে ভুক্তভোগী রাতুল শেখ বিষয়টি নিয়ে জেলা প্রশাসক (ডিসি) বরাবর সহকারী কমিশনার (ভূমি) মো. সম্রাট হোসেনের কাছে লিখিত অভিযোগ দেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. সম্রাট হোসেন বলেন, ‘এ ঘটনায় আমরা একটা লিখিত অভিযোগ পেয়ে জেলা প্রশাসক বরাবর পাঠিয়েছি। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।’

রোজার শুরুতেই চকের ইফতারি কিনতে ভিড়

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্বেগ

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

সালিসে ‘পক্ষপাতিত্ব’: মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

নারায়ণগঞ্জে পিস্তল-গুলিসহ ২ ভাই গ্রেপ্তার

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি: এক সপ্তাহেও কোনো গ্রেপ্তার নেই

সৌদিগামী ছেলেকে বিদায় দিতে হোটেলে উঠেছিলেন মিরন, আগুন কেড়ে নিল প্রাণ

অতিরিক্ত ধোঁয়ার কারণে ৪ জনের মৃত্যু হয়েছে: ফায়ার সার্ভিস

দুর্নীতির মামলায় খালাস পেলেন সম্পাদক মাহমুদুর রহমান

খুলনার সাবেক এমপি আক্তারুজ্জামানসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা