হোম > সারা দেশ > ঢাকা

মায়ের কোলে শিশু নিহতের দায় আইনশৃঙ্খলা বাহিনী এড়াতে পারে না: আসক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঠাকুরগাঁওয়ে ইউপি নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে সংঘর্ষ চলাকালে পুলিশের গুলিতে দুই বছরের শিশু নিহতের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ ঘটনায় সুষ্ঠু তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। 

বিবৃতিতে আসক বলেছে, গণমাধ্যমসূত্রে জানা যায়, গত ২৭ জুলাই রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ৩ নম্বর ভাংবাড়ি কেন্দ্রে ভোটের ফলাফল দেখতে শিশুকে কোলে নিয়ে আসেন ওই শিশুর মা। ভোটের ফলাফলকে কেন্দ্র করে মেম্বারপ্রার্থী আজাদ আলী ও খালেদুর রহমানের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় দায়িত্বরত পুলিশ গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। 

আইন ও সালিশ কেন্দ্র (আসক) মনে করে, এমন মর্মান্তিক হত্যাকাণ্ডের দায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনোভাবেই এড়াতে পারে না। গত কয়েক বছর ধরে স্থানীয় নির্বাচনে সহিংসতার ঘটনা নিয়মিতভাবে ঘটছে। তাই এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ব প্রস্তুতি থাকা অত্যাবশ্যকীয় ছিল, এভাবে সাধারণ মানুষের ভিড়ে গুলি ছোড়া কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও বেশি দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে আসক।

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন