Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

মায়ের কোলে শিশু নিহতের দায় আইনশৃঙ্খলা বাহিনী এড়াতে পারে না: আসক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মায়ের কোলে শিশু নিহতের দায় আইনশৃঙ্খলা বাহিনী এড়াতে পারে না: আসক

ঠাকুরগাঁওয়ে ইউপি নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে সংঘর্ষ চলাকালে পুলিশের গুলিতে দুই বছরের শিশু নিহতের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ ঘটনায় সুষ্ঠু তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। 

বিবৃতিতে আসক বলেছে, গণমাধ্যমসূত্রে জানা যায়, গত ২৭ জুলাই রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ৩ নম্বর ভাংবাড়ি কেন্দ্রে ভোটের ফলাফল দেখতে শিশুকে কোলে নিয়ে আসেন ওই শিশুর মা। ভোটের ফলাফলকে কেন্দ্র করে মেম্বারপ্রার্থী আজাদ আলী ও খালেদুর রহমানের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় দায়িত্বরত পুলিশ গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। 

আইন ও সালিশ কেন্দ্র (আসক) মনে করে, এমন মর্মান্তিক হত্যাকাণ্ডের দায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনোভাবেই এড়াতে পারে না। গত কয়েক বছর ধরে স্থানীয় নির্বাচনে সহিংসতার ঘটনা নিয়মিতভাবে ঘটছে। তাই এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ব প্রস্তুতি থাকা অত্যাবশ্যকীয় ছিল, এভাবে সাধারণ মানুষের ভিড়ে গুলি ছোড়া কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও বেশি দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে আসক।

স্বামীর বাইক কিনে দেওয়ার চাপে স্ত্রীর ‘আত্মহত্যা’

গুলশানে বাসা ভাঙচুর: ৩ আসামির রিমান্ড-জামিন নামঞ্জুর করে কারাগার

পুলিশ কর্মকর্তা মামুন হত্যা: সেই আরাভ খানসহ ৮ জনের রায় পেছাল

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৮১ জন

রাজধানীর জুরাইনে বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৭ দোকানে জরিমানা

প্রেমিকার বাড়িতে গিয়ে মারধরের শিকার তরুণ, খেলনা পিস্তলসহ উদ্ধার করল পুলিশ

রাজধানীতে বিয়াম ফাউন্ডেশনের কক্ষে এসি বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

বৈষম্যবিরোধী আন্দোলন: হত্যা মামলার আসামি প্রতারক সিকদার লিটন গ্রেপ্তার

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর ২৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রা জব্দ

সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীর পিএস গ্রেপ্তার