ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলের সামনে নীলক্ষেতের দিকে যাওয়ার পথে ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত সাড়ে ৮টার পরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে আজকের পত্রিকার প্রতিবেদক এ তথ্য জানতে পেরেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, স্যার এ এফ রহমান হলের সামনে হঠাৎ ৪টি ককটেলের শব্দ হয়। মোটরসাইকেল নিয়ে ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায় ঘটনার সঙ্গে জড়িতরা। ককটেল বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ওই এলাকা অনেকটা অন্ধকার হয়ে যাওয়ায় কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা চিহ্নিত করা যায়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘ককটেল বিস্ফোরণের ঘটনা জেনেছি। আউটসাইড থেকে হয়তো কেউ ককটেল বিস্ফোরণ করেছে। ঘটনাস্থলের সিসিটিভি চেক করার কাজ চলছে। অবরোধ চলায় আমাদের চেকপোস্টে পুলিশ প্রশাসনের লোকজন কম। তবে আমরা প্রশাসনকে বলেছি-যেন নজরদারি বাড়ানো হয়।’