হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ী কারাগারের কয়েদির মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলা কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

ওই কয়েদির নাম সাইদুর রহমান জেলাল (৬০)। তিনি রাজবাড়ী সদর উপজেলার ডাউকি গ্রামের বাসিন্দা। 

রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ আব্দুর রহিম বলেন, চট্টগ্রামের বায়োজিদ বোস্তামী থানায় দায়ের করা অ্যাসিড নিক্ষেপের মামলায় সাইদুর রহমান জেলালকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। ২০১২ সাল থেকে তিনি কারাগারে ছিলেন। তাঁর বাড়ি রাজবাড়ী হওয়ায় ২০১৫ সালে তাঁকে রাজবাড়ী কারাগারে নিয়ে আসা হয়। 

তিনি দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন। রাজবাড়ী কারাগারে রেখে তাঁকে চিকিৎসা দেওয়া হতো। আজ শনিবার সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে সকাল সাড়ে ৬টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। সকাল সোয়া ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

জেল সুপার মোহাম্মদ আব্দুর রহিম আরও বলেন, সাইদুর রহমান জেলালের মরদেহ ময়নাতদন্ত শেষে তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ ব্রাদার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, সকাল সাড়ে ৬টার দিকে জেলা কারাগার থেকে একজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৭টার দিকে তাঁর মৃত্যু হয়েছে।

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি