হোম > সারা দেশ > ঢাকা

চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার হওয়া নীলগাই সাফারি পার্কে হস্তান্তর 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে উদ্ধার করা বিরল প্রজাতির নীলগাই বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারের দুই মাস পর সুস্থ হওয়ায় হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুর অধিদপ্তরের অধীনে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মো. ছানাউল্যা পাটোয়ারীর কাছে নীলগাইটি হস্তান্তর করেন বিজিবির ঢাকা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিবির পরিচালক (ভেটেরিনারি) আ ন ম আশরাফুল আলম মণ্ডলসহ বিজিবির অন্য কর্মকর্তা এবং বন অধিদপ্তরের কর্মকর্তারা।

কমান্ডার মহিউদ্দিন বলেন, গত ২৬ অক্টোবর বিজিবির চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুর ইউনিয়নের সীমান্তবর্তী হাউসনগর এলাকা থেকে আহত অবস্থায় নীলগাইটি উদ্ধার করে রহনপুর বিজিবি-৫৯। এলাকাবাসীর ধাওয়া খেয়ে নীলগাই শারীরিকভাবে জখম হয়। দীর্ঘদিন না খেয়ে দুর্বল ও মৃতপ্রায় হয়ে পড়েছিল। বিরল প্রজাতির প্রাণীটিকে উদ্ধার করে বিজিবির নিজস্ব ভেটেরিনারি চিকিৎসায় সুস্থ করে। পরে জাতীয়ভাবে সংরক্ষণের জন্য গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।

বন্য প্রাণী অপরাধ দমনের গাজীপুরের পরিচালক মো. ছানাউল্যা পাটোয়ারী জানান, বিজিবি একটি নীলগাই হস্তান্তর করেছে। এটি পুরুষ।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক এ সি এফ মো. রফিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। এ তথ্য বিজিবির কাছ থেকে নেন।’

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন