হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ইউপি সদস্য দৌলত হত্যায় ১৬ আসামি রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে ইউপি সদস্য দৌলত হোসেন হত্যার ঘটনায় ১৬ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম এই আদেশ দেন। 

এর আগে, গত ৯ মে আসামিরা আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আজ সোমবার মামলার রিমান্ড শুনানির দিন ধার্য হলে তদন্তকারী সংস্থা সিআইডি সাত দিনের রিমান্ড আবেদন করে। একই সঙ্গে আসামিপক্ষ জামিন আবেদন করেন। আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর সব আসামিকে ১দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।

নিহত ইউপি সদস্য দৌলত নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি একই সঙ্গে জেলা কৃষক লীগের সাবেক সহসভাপতি। তাঁর বিরুদ্ধে একাধিক হত্যা, চাঁদাবাজি ও মাদক মামলা ছিল।

মামলার আসামিরা হলেন রুবেল (৩৭), ইমরান (৩৪), রানা (৩০), হিমেল ওরফে হিমু (২৫), শাওন (৩০), ফাহাদ (২৬), তাওলাদ হোসেন (৩৫), আমির হোসেন (৩৭), আবু রায়হান ওরফে রিহান (২৩), হাবিবুর রহমান হাবিব (৩৮), সাদ্দাম (৩২), শুভ মিয়া (২৪), মাসুদ রানা (৪২), নাজির (৫৬), রাসেল (৩৮) ও নাজমুল (২২)।

এদিন আসামিরা আদালতে উপস্থিত হলে আদালত প্রাঙ্গণে বাদী ও বিবাদী পক্ষের মধ্যে হাতাহাতি করতে দেখা যায়। উপস্থিত সংবাদকর্মীরা আসামিদের ছবি তুলতে গেলে আসামিপক্ষের লোকজন তাদের বাধা দেন। 

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন আজকের পত্রিকাকে বলেন, মামলার তদন্তকারী সংস্থা সিআইডি সাতদিনের রিমান্ড আবেদন করলে আদালত একদিন রিমাণ্ড মঞ্জুর করেন। এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। ২০২২ সালের ২৬ জুন আসামিরা দৌলত মেম্বারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পাথর দিয়ে থেঁতলে হত্যা করে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭