হোম > সারা দেশ > ঢাকা

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সুমন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে ফতুল্লার কাশিপুর ইউনিয়নের নরসিংহপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সুমন সুনামগঞ্জ জেলার ভাঙ্গাপাড়া এলাকার রজব আলীর ছেলে। তিনি নরসিংহপুর এলাকায় স্পিনিং মিলে কর্মরত ছিলেন।

নিহত সুমনের স্ত্রী আসমা আক্তার বলেন, ‘আমার স্বামী কারখানার মেকানিক্যাল সেকশনে কাজ করতেন। সকালে বাড়ি থেকে হেঁটে মিলে যাচ্ছিলেন। পথে ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। বাধা দিলে তারা ধারালো চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। তাঁকে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।’

সুমনের সহকর্মী ইব্রাহিম বলেন, সকালে রাস্তা ফাঁকা থাকায় ছিনতাইকারীরা তাঁকে ধরে। রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখলে স্থানীয়রা প্রথমে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়। পরে ঢামেকে রেফার করে। সেখানে সকাল ৯টার দিকে তাঁকে মৃত ঘোষণা করে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, নারায়ণগঞ্জ থেকে সুমন নামে এক ব্যক্তির বুকে ছুরিকাঘাত নিয়ে আসা যুবকের মৃত্যু হয়েছে। তাঁর লাশ মর্গে রাখা আছে।

নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক গোলাম মোস্তফা ইমন বলেন, ছুরিকাঘাতের শিকার যুবকের বুকে গুরুতর আঘাত ছিল। এ কারণে তাঁকে ঢামেকে পাঠানো হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু আজকের পত্রিকাকে বলেন, অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা করা হবে।

ঘন কুয়াশায় আরিচা ও পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

ফরিদপুরের জুয়ার আসরে অভিযানে হামলা, ডিবির তিন ৩ সদস্য আহত

বন দখল করে ব্যক্তিগত রাস্তা

সাগর–রুনি হত্যা: ২০১২–তে ঢাকার গ্রিলকাটা চোরদের খুঁজছে টাস্কফোর্স

সড়ক আটকে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন, যানজটে ভোগান্তি

জাকসু নির্বাচন উপলক্ষে ‘পরিবেশ পরিষদ’ গঠন

রাজধানীর মুগদায় মামার ছুরিকাঘাতে ভাগনে নিহত

কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন, সম্পাদক মামুন

‘৬ মাসেও সরকার বলতে পারল না কতজন শহীদ হয়েছে’

দুর্জয়ের স্থাবর সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

সেকশন