হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

হোসেনপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ 

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে আশাদ মিয়া (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ঠাডারকান্দা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বোরহান (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। 

নিহত আশাদ মিয়া (৪০) উপজেলার পশ্চিম দীপেশ্বর এলাকার আব্দুল গনির ছেলে। তিনি বালু বেচাকেনার ব্যবসা করতেন বলে জানা গেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১টার দিকে আশাদ ও বোরহান ব্যবসার কাজের জন্য মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় ঠাডারকান্দা বাজার এলাকায় অপর একটি মোটরসাইকেলের সঙ্গে আশাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আশাদ ও বোরহান গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে স্থানান্তর করেন। ময়মনসিংহের একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আশাদকে মৃত ঘোষণা করেন।

হোসেনপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল