হোম > সারা দেশ > ঢাকা

মগবাজারের বিস্ফোরণস্থল থেকে বের হচ্ছে গ্যাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মগবাজারের ওয়ারলেস মোড়ে অবস্থিত আউটার সার্কুলার রোডের ৭৯ নম্বর ভবন থেকে গ্যাস বের হচ্ছে। এই ভবনে গত রোববার বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে কাজ করছে। তিতাসের লাইন থেকেই গ্যাস বের হচ্ছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তবে তিতাস ফায়ার সার্ভিসকে বরাবরের মতো জানিয়েছে, তাদের কোনো গ্যাসলাইন সেখানে নেই।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের একটি ইউনিটের স্টেশন অফিসার ইউনুস আলী আজকের পত্রিকাকে বলেন, মাটির নিচ থেকে গ্যাস উঠেছে। তিতাস গ্যাস বলছে, তাদের গ্যাসের লাইন সেখানে নেই। কিন্তু ভেতর থেকে তো একটি লাইন ওপরে ওঠানো আছে। সেই লাইনের চাবির একটি অংশ ভাঙা রয়েছে। সেই লাইনের ১২ হাত দূরত্বে গ্যাস উঠছে। বেলা একটা পর্যন্ত গ্যাস বের হওয়া বন্ধ হয়নি। আমরা জায়গাটা পরিষ্কার করে নিরাপদ দূরত্ব পর্যন্ত সিল করে দিয়েছি।’

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, ‘আজ রোববার সকাল সাড়ে ৯টায় ভবনটির পুলিশ ফোন করে জানায়, গ্যাস বের হচ্ছে এবং ধোঁয়ার মতো কিছু দেখা যাচ্ছে। ভবনে কিছুদিন আগে বিস্ফোরণে প্রাণহানির ঘটনা আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।’

বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শনিবার রমনা থানা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোম ডিসপোজাল ইউনিটে হস্তান্তর করা হয়।

 মগবাজারে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য