হোম > সারা দেশ > ঢাকা

পাকুন্দিয়ায় মাদক সেবন করে উৎপাত, যুবকের ৩ মাসের জেল

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবক করে উৎপাত করার দায়ে সাজ্জাদ হোসেন (২৩) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁকে দুই শ টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দেন।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। দণ্ডপ্রাপ্ত সাজ্জাদ হোসেন উপজেলার জাঙালিয়া ইউনিয়নের দগদগা গ্রামের বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওই যুবক মাদক সেবন করে এলাকায় উৎপাতসহ লোকজনের বাড়িঘরে অগ্নিসংযোগের চেষ্টা চালান। আজ বৃহস্পতিবার ভোরে স্থানীয় লোকজন তাঁকে আটক করে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় লোকজনের সামনে অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই শ টাকা জরিমানা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বলেন, কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পুলিশি পাহারায় কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার আজকের পত্রিকাকে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ দুই শ টাকা জরিমানা করা হয়েছে।

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

সেকশন