হোম > সারা দেশ > ঢাকা

আসার আগে বউয়ের মোবাইল ফোন নিয়ে এসেছি: ঢাকামুখী বিএনপির এক নেতা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে মহাসড়কে বাড়তি সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশকে। পথে পথে পুলিশের চেকপোস্টে চলছে তল্লাশি। বাস, মাইক্রোবাস, সিএনজি ও মোটরসাইকেল আরোহীদের থামিয়ে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করেছে পুলিশ। তবে এসবের মধ্যে বিভিন্ন কৌশল অবলম্বন করে ঢাকায় রওনা হচ্ছেন বিএনপির নেতা–কর্মীরা। 

আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় প্রবেশমুখে বাড়তি সতর্ক অবস্থানে দেখা গেছে নারায়ণগঞ্জ জেলা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশকে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, মাতুয়াইল এবং সুলতানা কামাল সেতুর পূর্ব ও পশ্চিম প্রান্তে পুলিশের সতর্ক অবস্থানে দেখা গেছে। 

সুলতানা কামাল সেতুর উভয় প্রান্তেই বাড়তি সতর্ক ছিল পুলিশ। প্রায় প্রতিটি গাড়ি থামিয়ে তল্লাশি করছিলেন পুলিশ সদস্যরা। এ সময় একটি মোটরসাইকেল আরোহীকে থামিয়ে ব্যাগ তল্লাশি ও মোবাইল ফোন চেক করেন। সন্দেহজনক কিছু না পেয়ে তাঁকে ছেড়ে দেন। 

তল্লাশি থেকে ছাড়া পেয়ে কিছুটা সামনে এগিয়ে মোটরসাইকেল আরোহী এই প্রতিবেদকের কাছে জিজ্ঞাসা করেন তিনি সংবাদকর্মী কিনা। উত্তর পাওয়ার পর হাসিমুখে নাম প্রকাশ না করার শর্তে ওই আরোহী বলেন, ‘আসার আগে মোবাইল চেঞ্জ করে বউয়েরটা নিয়ে আসছি। জানতাম চেক করবে।’ ওই আরোহী জানান তিনি বিএনপি নেতা। এরপর তিনি মোটরসাইকেল চালিয়ে চলে যান। 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, ‘প্রতিবার সমাবেশ ঘোষণার পর ঢাকায় যাওয়ার পথে পুলিশ চেকপোস্ট বসিয়ে সাধারণ মানুষ ও নেতা–কর্মীদের অহেতুক হয়রানি করে। বারবার এই অভিজ্ঞতা তৈরি হওয়ায় বিএনপিকর্মীরা জানে কীভাবে ঢাকায় যেতে হয়। তাঁরা আগেও প্রমাণ করেছে এসব গ্রেপ্তার বা তল্লাশি চালিয়ে সফল হওয়া যাবে না।’

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

সেকশন