Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

বাংলাদেশ থেকে পরিচ্ছন্নতাকর্মী নেবে রোমানিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ থেকে পরিচ্ছন্নতাকর্মী নেবে রোমানিয়া

বাংলাদেশ থেকে পরিচ্ছন্নতাকর্মীসহ দক্ষ-অদক্ষ শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছেন রোমানিয়ার রাজধানী শহর বুখারেস্টের মেয়র রবার্ট সোরিন নেগোইতা।

আজ রোববার দুপুরে নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস ও বুখারেস্টের মেয়রের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এই আগ্রহের কথা জানান বুখারেস্টের মেয়র।

ডিএসসিসির প্রতিনিধি দলে ছিলেন— প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ। 

বুখারেস্টের মেয়রের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে বুখারেস্ট পুলিশের ডেপুটি মেয়র ভিক্টর নিয়াগু, বুখারেস্টের সিটি ম্যানেজার মারিউস ড্যানিয়েল সিওবিকা, রোমানিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম অংশ নেন।

বৈঠকে মেয়র রবার্ট নেগোইতা বুখারেস্টে দক্ষ-অদক্ষ শ্রমিকসহ পরিচ্ছন্নতাকর্মীর চাহিদা রয়েছে বলে জানান। বাংলাদেশ থেকে সেই চাহিদার একাংশ পূরণের আগ্রহ ব্যক্ত করেন। এ সময় মেয়র শেখ তাপস তাঁর আগ্রহের জন্য ধন্যবাদ জানিয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এর আগে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বুখারেস্টের মেয়র রবার্ট সোরিন নেগোইতা ও তাঁর সফরসঙ্গীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

ডিএসসিসির মেয়রের আমন্ত্রণে বুখারেস্টের মেয়র রবার্ট নেগোইতা পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল শনিবার বাংলাদেশে আসেন। আগামী ১৭ মার্চ তাঁর বুখারেস্টে ফেরার কথা রয়েছে।

ঢাকায় অবস্থানকালে তিনি ডিএসসিসির একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন। এ ছাড়া ডিএসসিসির সঙ্গে বুখারেস্টের মধ্যকার ‘সিস্টার সিটি’ সংক্রান্ত একটি সমঝোতা স্মারকও স্বাক্ষর করবেন তিনি।

রমজানে ১০ টাকা লিটার দুধ বিক্রি করছে জেসি এগ্রো

প্রাণিসম্পদের পণ্য শেষ এক ঘণ্টায়, ক্রেতারা ফিরছেন খালি হাতে

শরীয়তপুরে ডাকাতদের সঙ্গে সংঘর্ষ: আরও এক লাশ উদ্ধার, নিহত বেড়ে ৫

কুমিল্লার সাবেক মেয়র সূচনার ফ্ল্যাট জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিষিদ্ধ ব্রাহমা গরুর খামারি সাদিক অ্যাগ্রোর ইমরান গ্রেপ্তার

র‍্যাবের মাদকের মামলায় খালাস পেলেন ডা. ঈশিতা

ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উল্টে খাদে, নারী নিহত

রাখাল রাহার বিরুদ্ধে সাইবার আইনে মামলা, তদন্তে সিআইডি

কেয়া গ্রুপের দুই কারখানার ২২০০ শ্রমিক ছাঁটাই, প্রতিবাদে বিক্ষোভ

আন্দোলন প্রত্যাহার করে রাজধানী ছাড়ছেন প্রাথমিকের ৬৫৩১ শিক্ষক