হোম > সারা দেশ > ঢাকা

আড়াইহাজারে জুয়ার টাকা নিয়ে বিরোধের জেরে হত্যা, ৩ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জুয়ার টাকা নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম এরশাদুল আলম এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, উপজেলার হাইজদী ইউনিয়নের বিল্লাল হোসেনের ছেলে সৈকত (২৩), একই এলাকার আব্দুর রউফের ছেলে কাউসার (২৩) ও রুস্তম আলীর ছেলে শামীম (২৮)। আসামিদের মধ্যে রায় ঘোষণার সময় কাউসার আদালতে উপস্থিত থাকলেও বাকি দুজন পলাতক রয়েছেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ এই তথ্য জানিয়েছেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মনিরুজ্জামান বুলবুল বলেন, ‘২০২০ সালের ১৭ মে উপজেলার সেন্দী এলাকায় জুয়া খেলা নিয়ে আসামিদের মধ্যে বিরোধ হয়। এর মধ্যে আশকর আলীর ছেলে মাহবুব (১৫) টাকা দিতে না পারায় আসামিরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে ধানখেতে লাশ ফেলে পালিয়ে যায়।

এ ঘটনায় পরদিন ১৮ মে নিহতের ভাই আবু হানিফ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করেন। পরে আসামিরা শনাক্ত হলে ১৩ জন আসামির সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ আদালত এই রায় দেন।

এ বিষয়ে জানতে চাইলে আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, দণ্ডপ্রাপ্ত এক আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। বাকি দুজনের বিষয়ে আড়াইহাজার থানায় গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হবে।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন